উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি সবার মনে দাগ কেটেছে। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
ছোট ছোট বাচ্চা শিক্ষার্থী, শিক্ষকদের মৃত্যুর এ মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছে না কেউই। এমন হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে তিনি তার ইস্টাগ্রাম স্টোরিতে এক শোক বর্তা লিখেছেন।
বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ইয়ুমনা লিখেছেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও প্রার্থনা।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজির ও লাল সবুজের পতাকা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।
পিএ/এসএন