সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এসিসির বার্ষিক সভা। বাংলাদেশে না আসলেও অনলাইনে এসিসির বৈঠকে যোগ দিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার কালো মেঘও কেটে গেছে অনেকটাই।
যদিও এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি সভায়। তবে এসিসি সভাপতি মহসিন নাকভী আশাবাদী দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এসিসির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসীন নাকভী বলেন, 'এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি দ্রুতই এটার সমাধান করতে পারব।'
এদিকে, ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। আর বহুল কাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে আগামী ৭ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হতে পারে। তবে সাম্প্রতিক দুই দেশের ঘটনায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কি না একটা প্রশ্ন থেকেই যায়।
এ বিষয়ে নাকভী বলেন, 'এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করব। এশিয়া কাপের ব্যাপারটাও থাকবে।'
টিকে/