ভারত গর্বের এক ধাপ এগিয়ে বিশ্বদরবারে ‘বায়ান’ নিয়ে-একটি তদন্তভিত্তিক নাটক যেখানে হুমা কুরেশি অভিনয় করেছেন, প্রথম ভারতীয় হিসেবে এটি TIFF ২০২৫ (৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) এর ডিসকভারি বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
‘বায়ান’ নির্বাচিত হওয়া একাদিকমণ্ডলী-যেখানে আগে ক্রিস্টোফার নোলান ও আলফনসো কুয়ারোণের মতো বিশ্বমানের নির্দেশকরাও আত্মপ্রকাশ করেছিলেন-এটি ভারতীয় স্বাধীন চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক সাফল্য। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন বিকাস রঞ্জন মিশ্র, প্রযোজনা করেছেন শিলাদিত্য বোরা’র প্লাটন ওয়ান ফিল্মস । এতে উপস্থিত চন্দ্রচূড় সিং, সচিন খেদেকর সহ একঝাঁক উদীয়মান প্রতিভাবান অভিনেতা।
শক্তি, সত্য ও সহিষ্ণুতার গভীর গল্প বলায় ‘বায়ান’ বিশ্বসেরা চলচ্চিত্র উৎসবে ভারতীয় চলচ্চিত্রের এক বিরল প্রতিনিধিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে।
এমকে/এসএন