চরিত্রে বৈচিত্র্য আনার ক্ষেত্রে বরাবরই এগিয়ে তাপসী পান্নু। এবার ফের গিয়ারের বদল ঘটাচ্ছেন তিনি। ডেভাশীষ মাখিজা পরিচালিত এবং নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা প্রতিশোধমূলক থ্রিলার ‘গান্ধারী’ ছবির শুটিং শেষ করেই নামছেন একেবারে ভিন্ন সুরের ছবিতে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবার এক হালকা-ফুলকা ও মজার চরিত্রে দেখা যাবে তাপসীকে-যা ‘গান্ধারী’র শারীরিক ও আবেগঘন অভিনয়ের সম্পূর্ণ বিপরীত।
যদিও ছবির কাহিনি ও সহ-অভিনেতাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে, তবে এটুকু জানা গেছে-২০২৪ সালে মুক্তি পাওয়া ‘খেল খেল মেঁন’-এর পর এটিই হতে যাচ্ছে তাপসীর পরবর্তী কমেডি-ধর্মী ছবি। যদিও আগের ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি, তাপসী আবারও হাসির ঘরানায় ফিরছেন। তবে এবার কাহিনিতে থাকবে আরও বেশি চরিত্রনির্ভরতা, এলোমেলোতা নয়।
চরিত্র নির্বাচন ও বৈচিত্র্যে সাহসী সিদ্ধান্তের জন্য বরাবরই পরিচিত তাপসী পান্নু। মারপিট, আবেগ আর এখন হাসি-তিনটিই এক হাতে সামলাচ্ছেন তিনি।
এমকে/টিকে