প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ তৃতীয় ও সবশেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। এ ম্যাচের টিকিট বিক্রির টাকা মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের ও শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে সহায়তার জন্য দিচ্ছে বিসিবি।
এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংহতি ও স্মরণের অংশ হিসেবে বিসিবি সম্পূর্ণ অর্থ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সহায়তার জন্য দিচ্ছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক এবং স্মরণের এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গত সোমবার (২১ জুলাই)। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ের বহু শিক্ষার্থী ছিল। তাদের অনেকে হতাহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।
এমকে/টিকে