নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত ২৩ দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীমের সন্ধানের দাবিতে মানববন্ধনসহ ব্লকেড কর্মসূচি পালন করছে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কেন্দুয়া-ঈশ্বরগঞ্জ রাস্তার কালিয়ায় মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম শামীম গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবদলের নেতা।
গত ১৫ জুলাই উপজেলার পৌর সদরে নিখোঁজ ছাত্রদল নেতা শামীমের সন্ধানের দাবিতে সাত দিনের সময় বেঁধে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেঁধে দেওয়া সাত দিনের সময় শেষ হলেও কেন্দুয়া থানা পুলিশ এখনো নিখোঁজ শামীমকে উদ্ধার করতে পারেনি। তারই প্রেক্ষিতে গন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মানববন্ধনসহ রাস্তা ব্লকেড কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে কেন্দুয়া টু ঈশ্বরগঞ্জ উপজেলার রায় বাজার মেইন রোডে প্রায় ২০-২৫ মিনিট সব রকমের যান চলাচল বন্ধ ছিল। বিক্ষোভকারীরা রাস্তার দুইপাশে ব্যারিকেড তৈরি করে রাখে।
মানববন্ধনে বক্তারা অতি দ্রুত শামীমের সন্ধান দাবি করেন। তারা প্রশাসনের ধীরগতির কার্যক্রম ও অবহেলারও অভিযোগ তোলেন। তার সন্ধান পাওয়া না গেলে আগামী তিন দিন পর আরো কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
নিখোঁজ শামীমের স্ত্রী নাজমা আক্তার বলেন, ‘আমার স্বামী ২৩ দিন ধরে নিখোঁজ।
সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে খুবই দুঃচিন্তায় আছি। স্বামীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’
গত ৩ জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডি করেন নিখোঁজের বড় ভাই মো. সাইফুল ইসলাম (৩৯)। এতে উল্লেখ করা হয়, গত ২ জুলাই রাত সাড়ে ১১টায় গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘শুনেছি নিখোঁজ শামীমকে সন্ধানের দাবিতে মানববন্ধনসহ রাস্তা ব্লকেড কর্মসূচি পালন হয়েছে।
আমরা শামীমকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তৎপর রয়েছি এবং প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।’
টিকে/