বলিউডের দুই কিংবদন্তি-শায়ীদ কাপুর ও পরিচালক বিশাল ভরদ্বাজ আবার জোটবদ্ধ হচ্ছেন, এক উত্তেজনাপূর্ণ অ্যাকশন–থ্রিলারে যার নাম এখন ‘রোমিও’ হয়ে গিয়েছে। এই ছবিতে শাহীদের বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমড়ী, যিনি প্রথমবার বড় পর্দায় শাহীদের সঙ্গে কাজ করছেন। এর পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভুমিকা করবেন নানা পাটেকর ও রনদীপ হুডা। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ‘রোমিও’ ছবির শুটিং শুরু হয়েছে ২০২৫ সালের জানুয়ারি -তে
ছবির অফিসিয়াল মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ৫ ডিসেম্বর ২০২৫ এ বিশ্বের প্রেক্ষাগৃহে আসার জন্য
প্রাচীন গ্যাংস্টার হুসেইন উস্তারা-র জীবনকাহিনীকে কেন্দ্র করে গল্পটি তৈরি হচ্ছে বলেও আনুমান্য সূত্রে জানা গেল যদিও নতুন নামের ঘোষণা এসেছে অফিসিয়ালি-‘রোমিও’ যা পুরনো গসিপ দূর করে দিয়েছে
শাহীদ ও বিশাল ভরদ্বাজ ইতিমধ্যে সফল এবং সমালোচক প্রশংসিত ছবি যেমন ‘কামিনী’, ‘হায়দার’ ও ‘র্যাঙ্গুন’-এর জন্য পরিচিত। সে অতিক্রম করে এবার আরও বড়ো স্কেলে অ্যাকশন–ব্যাংগার করতে যাচ্ছেন এই জুটিটি
শাহীদ নিজেই জানিয়েছেন, এই ছবির বিষয় ‘সবথেকে সহজবোধ্য এবং মানুষের কাছে সম্পর্কযোগ্য’ যা তাদের গত খণ্ডনিষ্ঠ ও গাঢ় গল্প থেকে আলাদা এবং দর্শকের কাছে সহজ গৃহীত হবে
শোয়ারের ভাবনা দিয়েছেন প্রযোজক সাজিদ তিনি বলছেন শাহীদ ও বিশালের ফের একসঙ্গে কাজ করার উত্তেজনা অপরিসীম, দর্শকরা ফের দেখতে পাবেন কিছু অনন্য গল্প, অভিনয় আর অ্যাকশনের সংমিশ্রণ
শুধু ‘রোমিও’ নয়, শাহীদ কাপুর আগামী বছর আরও প্রধান দুটি ছবি নিয়েও উত্তরোত্তর ব্যস্ত থাকবেন-এম এম ‘ডেবা’ এবং ‘সিকান্দার’ এর মতো ছবি প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়লার হাই-ভোল্টেজ লাইন-আপ রয়েছে।
এমকে/টিকে