এইডেন মার্করাম ও টেম্বা বাভুমাকে ফিরিয়ে অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই নতুন মুখ প্রেনেলান সুবরায়েন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের জন্য ১৬ আর তিন টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।
সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন বাভুমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে দলের বাইরে তিনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্রামে ছিলেন তিনি। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে ছিলেন মার্করাম। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তিনি।
দলে নতুন মুখ অফ স্পিনার প্রেনেলান সুবরায়েন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক ও ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে চমক দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন তিনি।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১০ আগস্ট। বাকি দুই ম্যাচ ১২ ও ১৬ আগস্ট। দুই দিন বিরতি দিয়ে ১৯ আগস্ট শুরু হবে ৫০ ওভারের লড়াই। ২২ আগস্ট দ্বিতীয় আর ২৪ আগষ্ট শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে।
টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কোরবিন বোশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিনদে, কেওয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস, প্রেনেলান সুবরায়েন ও রসি ফন ডার ডুসেন।
ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কোরবিন বোশ, ম্যাথিউ ব্রেজকি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুবরায়েন।
এফপি/টিএ