বলিউডের সবাইকে চমকে দিয়েছে এক নবাগত নায়ক, নাম আহান পাণ্ডে। যিনি সরাসরি তারকাসন্তান না হলেও বেড়ে উঠেছেন শোবিজের মানুষের আশেপাশেই। তার চাচা প্রখ্যাত অভিনেতা চাংকি পাণ্ডে আর চাচাতো বোন অনন্যা পাণ্ডে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
গত ১৮ জুলাই মুক্তি পাওয়া আহানের প্রথম সিনেমা ‘সাইয়ারা’ মাত্র ৪ দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। সপ্তাহান্তে এই ছবির আয় দাঁড়িয়েছে ১৫০ কোটির উপরে। শুধু তাই নয়, এই ছবি ইতিহাস গড়েছে প্রথম দিনেই। বলিউডের ইতিহাসে নবাগত অভিনেতার ছবির প্রথম দিনের কালেকশনকে অতিক্রম করেছে ছবিটি।
অথচ রোমান্টিক গল্পের এই ছবিটিতে নাকি আহান পাণ্ডেকে নিতেই চাননি নির্মাতা মোহিত সুরি। সম্প্রতি নিজেই এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এই জনপ্রিয় নির্মাতা।
তিনি এক নিঃশ্বাসে বলে যান পুরো ঘটনা, ‘‘সাইয়ারার গল্প লেখার পর এ সময়ের জনপ্রিয় তিন-চার জন জনপ্রিয় অভিনেতার নাম প্রস্তাব করেছিলাম (বক্সঅফিসে ভালো আয় করবে এই চিন্তা থেকে) প্রযোজক যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার কাছে। তিনি প্রথমেই বলেন, ‘তুমি ২৫ বছর বয়সী একজন পাগল প্রেমিকের চরিত্র দেখাতে চাইছ, আর যে সব অভিনেতাদের নাম প্রস্তাব করেছ তারা সবাই ৩০-৩৫ বছর বয়সী। তোমার বরং এমন একজন অভিনেতা নির্বাচন করা উচিত যার বয়স ২৫-এর কাছাকাছি।’
আমিও তার কথার সঙ্গে একমত হই। কিন্তু তাকে বলি যে, ওই বয়সী এমন কোন অভিনেতা নেই যে বক্সঅফিসে ভালো আয় করতে পারে। আর নতুন কোন ছেলের উপর এতোবড় লগ্নি কেউ করতে চাইবে না। তখন আদিত্য চোপড়া বলেন, ‘তুমি চিন্তা কর না। নতুনদের নিয়েই কাজ কর, আমি লগ্নি করব। আর এই চরিত্রের জন্য আমার মাথায় একজন ছেলের নাম আসছে। তুমি আগে তার সঙ্গে কথা বলে দেখ তোমার কেমন লাগে?’
তারপর আহান একদিন আমার সঙ্গে দেখা করতে আসে। কিন্তু প্রথম দেখায় তাকে আমার ভীষণ বিনয়ী আর নিষ্পাপ স্বভাবের মনে হয়। আমি আদিত্য চোপড়াকে বলি, এ ছেলে কিছুতেই আমার চরিত্রের সঙ্গে মানানসই নয়। কারণ আমার ছবির ছেলেটি ভীষণ স্বাধীনচেতা, একেবারেই নম্র-ভদ্র নয়। আদিত্য আমাকে আরও একবার আহানের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। দ্বিতীয় দেখাতেও আমার ওই একই মন্তব্য ছিলো তাকে নিয়ে। কিন্তু একদিন আমরা রাতে দেখা করি। আমি তাকে নিয়ে বারে যাই, নাইট ক্লাবে যাই। সেদিনই আহানের আসল রূপ দেখতে পাই। আর তখনই মনে হয়েছিলো আমি আমার কৃষ কাপুরকে (সাইয়ারাতে আহানের চরিত্রের নাম) পেয়ে গেছি! বাকীটা তো ইতিহাস।’’
‘সাইয়ারা’তে নবাগত আহানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডে অল্পবিস্তর কাজ করা আনীত পাড্ডা। ফ্রেশ দুই ফেস ও তাদের মধ্যকার রসায়ন দারুণ পছন্দ করেছে দর্শক। এখনো ছবিটি ভালো দর্শক টানছে। ছবিটি ২০০ কোটির ক্লাবে চলে গেলেও অবাক হওয়া কিছু থাকবে না।
টিকে/