বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত বুধবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। ওই পরীক্ষার পর যে প্রতিবেদন পাওয়া গেছে তা মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, সুস্থ বলা যাবে না। তবে শারীরিকভাবে তার স্বাস্থ্য স্থিতিশীল আছে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গত বুধবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।
পরীক্ষার পরবর্তী অগ্রগতি সম্পর্কে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মেডিক্যাল বোর্ডের পরামর্শে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন ছিল। সেজন্য আমরা রাতে হাসপাতালে নিই।
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো মোটামুটি সন্তোষজনক আছে। সেজন্য তাকে আবার বাসায় নিয়ে আসা হয়েছে। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে যেমন চিকিৎসাধীন আছেন, সেভাবেই থাকবেন।
তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করতে করতে একটু সময় লেগেছিল।
এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। অন্যদিকে মেডিক্যাল বোর্ডও মনে করছিল, কিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। সেজন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল।’
প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
চলতি বছর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। এখন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন।
এফপি/টিএ