২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’ সিনেমায় হৃতিক রোশন ও টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকদের মন জয় করেছিলেন বাণী কাপুর। এবার সেই ছবির দ্বিতীয় কিস্তি ‘ওয়ার ২’ নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেও, এবার থাকছেন না তিনি। তবে তার এই অনুপস্থিতির ঘোষণা যেন এক অভিনব স্টাইলে, একেবারে স্বাভাবিক হেসে-খেলে জানালেন বাণী নিজেই।
নতুন ওয়েব সিরিজ ‘মণ্ডলা মার্ডার্স’-এর প্রচারে এসে বাণী বলেন, “আমি কৃতজ্ঞ যে ‘ওয়ার’–এর মতো সিনেমার অংশ হতে পেরেছিলাম।” সেখানেই এক মজার মন্তব্য করে তিনি জানান, “যদি টাইগার ফিরে আসে, আমিও ফিরে আসব বন্ধুরা!” তার এই রসিকতা ইতিমধ্যেই ভক্তদের মন ছুঁয়ে গেছে।
প্রথম কিস্তিতে গল্পের প্রয়োজনে টাইগার শ্রফ এবং বাণী কাপুর—উভয় চরিত্রের মৃত্যুই দেখানো হয়েছিল। তাই অনেকেই ধারণা করেছিলেন, সম্ভবত তারা আর থাকছেন না। এবার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন বাণী।
তবে একটুও দুঃখ না করে উল্টো ‘ওয়ার ২’ টিমকে জানালেন আন্তরিক শুভকামনা। তিনি বলেন, “এটা এক অসাধারণ ফ্র্যাঞ্চাইজি। আমি নিশ্চিত, এই নতুন কিস্তি আগের থেকেও বড় সাফল্য পাবে।”
অয়ন মুখার্জির পরিচালনায় এবার ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট, যেখানে থাকছেন হৃতিক রোশন, দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবানি। এই ছবি শুধু সিক্যুয়েল নয়, বরং ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স–এর আরও বিস্তৃত অধ্যায়ের সূচনা।
বাণী কাপুরের অনুপস্থিতি দর্শকদের মধ্যে একপ্রকার খালিপনা তৈরি করলেও, তার হাস্যোজ্জ্বল বিদায় জানানো এই ঘোষণাই প্রমাণ করে, তিনি কেন বলিউডের অন্যতম ক্লাসি অভিনেত্রীদের একজন। ‘ওয়ার’-এ তার চরিত্র ও উপস্থিতি আজও স্মৃতিতে গাঁথা রয়েছে ভক্তদের।
এফপি/টিকে