সিনেমায় গান ছাড়া তিন ঘণ্টার রাজনৈতিক নাটক! এমন সাহসী ভাবনা ভারতীয় মূলধারার চলচ্চিত্রে ক’জনই বা ভাবেন? আর সেই ভাবনাকেই বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অর্জুন রেড্ডি’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমেল’-এর মতো আবেগঘন ও ধাক্কাধরা গল্পের জন্য খ্যাত এই নির্মাতা এবার হাত দিচ্ছেন এমন এক রাজনৈতিক থ্রিলারে, যেখানে থাকবে না একটিও গান, থাকবে কেবল দৃঢ় সংলাপ, বাস্তব পরিস্থিতি এবং চরিত্রের নৈতিক টানাপোড়েন।
আর এই ব্যতিক্রমী সিনেমার মুখ হিসেবে ভাবা হচ্ছে প্রভাসকে। ভারতের অন্যতম জনপ্রিয় প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রভাস যে উচ্চতায় রয়েছেন, তাতে করে তার এই নতুন চরিত্রটি সিনেমার প্রতি দর্শকের আগ্রহ অনেকগুণ বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। হতে পারে তিনি এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, কিংবা বিপ্লবী নেতা-অথবা এমন একজন মানুষ, যিনি অনিচ্ছায় পা রেখেছেন রাজনীতির কাঁটায় ঘেরা জগতে।
সন্দীপের পরিচালনায় প্রভাসের উপস্থিতি মানেই তীব্র আবেগ, গভীর সংকট আর থমথমে উত্তেজনায় পরিপূর্ণ এক অভিজ্ঞতা। ছবিটি যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে তা কেবল একটি সিনেমা হবে না, বরং ভারতীয় রাজনৈতিক থ্রিলার ঘরানার ইতিহাসে এক মোড় ঘোরানো দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এখানে থাকবে না চটুলতা, থাকবে কেবল সময়োপযোগী রাজনৈতিক বক্তব্য, একাধিক স্তরের নাটকীয়তা এবং বাস্তবধর্মী চিত্রনাট্য।
এই সিনেমার মাধ্যমে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেমন সাহসী পরীক্ষার পথে হাঁটছেন, তেমনই প্রভাসকেও দেখা যাবে এক ভিন্ন আলোকে। দুই প্রতিভাবানের সম্মিলনে কীভাবে গড়ে ওঠে ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক থ্রিলার, তার জন্য অপেক্ষায় সিনে-প্রেমীরা।
টিকে/