বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের জীবনে প্রেম, বিয়ের সিদ্ধান্ত আর বিচ্ছেদ- সবকিছুই যেন সিনেমার চেয়েও নাটকীয়। সদ্য প্রয়াত প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সঙ্গে তার দাম্পত্যজীবন নিয়ে ফের বিতর্কের জন্ম দিয়েছেন নির্মাতা সুনীল দর্শক। কারিশমার ঘনিষ্ঠ এই পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, কারিশমা বিয়ের পর অভিনয় ছেড়ে এক শান্ত, গৃহস্থ জীবনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি।
বাগদান হয়েছিল অভিষেক বচ্চনের সঙ্গে। উভয়েই ছিলেন প্রেমে গভীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়া কারিশমার মনে বড়সড় ধাক্কা দিয়েছিল। আর সেই আঘাত ভুলতেই কি তিনি বেছে নেন সম্পূর্ণ অপরিচিত এক ব্যবসায়ীকে?
সুনীল দর্শকের দাবি, সঞ্জয় কপূরের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ছিল কারিশমার জীবনের সবচেয়ে বড় ভুল। ‘ভাঙা মন জোড়া লাগাতে মায়ের কথা শুনেই অচেনা একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি’, বলেন সুনীল। তাঁর মতে, দিল্লির সঙ্গে মুম্বাইয়ের জীবনধারার আকাশ-পাতাল তফাত। কারিশমার মতো সংস্কৃতিবান, আধুনিক চিন্তাধারার নারী সঞ্জয়ের পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।
পরিচালকের ভাষ্য, ‘সঞ্জয়ের কাছে কারিশমা ছিলেন কেবল সাজানো এক ট্রফি স্ত্রীর মতো। তার প্রতি ছিল না বোঝাপড়া, না ভালোবাসা।’
সবচেয়ে মর্মান্তিক দিক হলো- এই ভুল কারিশমার বাবা রণধীর কাপুর বুঝতে পেরেছিলেন। মেয়ে ও স্ত্রীকে তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কারিশমা শোনেননি বাবার কথা। সুনীলের আক্ষেপ, ‘নিজের কবর নিজেই খুঁড়েছিলেন কারিশমা। যার মাশুল তাকে আজীবন দিতে হয়েছে।’
সাম্প্রতিক সময়ে সঞ্জয় কপূরের মৃত্যু কারিশমার জীবনে এক আবেগঘন অধ্যায় ফের উন্মোচন করেছে। পুরনো সম্পর্ক, ভুল সিদ্ধান্ত ও দুঃখের ছায়া যেন আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
কেএন/এসএন