ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

চলতি বছরের মে-জুনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন শাহিবজাদা ফারহান। শেষ ম্যাচে অবশ্য আউট হয়েছিলেন ১ রানে। পিএসএল ও জাতীয় দল মিলে নিজের খেলা সবশেষ ৫ ইনিংসে তিন হাফ সেঞ্চুরি করলেও বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টিতে সুযোগ মেলেনি ডানহাতি ওপেনারের। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সুযোগ পেয়ে খেলেছেন ৬৩ রানের ইনিংস।

পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর সঙ্গে ওমন ইনিংসে হয়েছেন ম্যাচসেরাও। শাহিবজাদা এক ম্যাচ সুযোগ পেলেও পুরো সফরেই ব্রাত্য ছিলেন সুফিয়ান মুকিম। পাকিস্তানের হয়ে ১০ টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নেয়া বাঁহাতি রিস্ট স্পিনারকে খেলায়নি মিরপুরের ধীরগতির উইকেটেও। যদিও সেই জায়গায় বাঁহাতি স্পিনার একাদশে ছিলেন খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ।

মূলত অলরাউন্ডার বিবেচনায় সুফিয়ানের আগে তাদের দুজনকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি স্পিনারকে না খেলানোয় চটেছেন বাসিত আলী। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মাইক হেসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলেছেন। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৫০ ওয়ানডে খেলা ডানহাতি ব্যাটার মনে করেন, নিজের নেটে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং দেখে নিজের পছন্দের ভিত্তিতে দল বানান হেসন।

নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে বাসিত বলেন, ‘আমার মনে হয় কোচ নেটের পারফরম্যান্স দেখে বেশি খুশি হয়। যারা নেটে বোলিং কিংবা ব্যাটিং করে তারাই বেশি গুরুত্ব পায়। গুরুত্ব যেকোনো দিনই বদলে যাবে। এই ধরনের মানসিকতা নিয়ে সফল হওয়া যায় না। কেন সফল হওয়া যাবে না সেটার কারণ হচ্ছে...যখন (ব্রেন্ডন) ম্যাককালাম অধিনায়ক ছিল, তখনই সে (মাইক হেসন) কোচ ছিল। ম্যাককালামের সঙ্গে আমার একবার কথা হয়েছিল। সেটা থেকে যা জেনেছি তাতে বুঝতে পেরেছি সে খুব বেশিদিন চলবে না।’

‘এখন তার (মাইক হেসন) হাতে ক্ষমতা আছে। সে ক্ষমতার অপব্যবহার করছে। সে তাঁর নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানাচ্ছে। কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানায় তাহলে সেটাকে আমি পাকিস্তান দল বলব না। কারণ পাকিস্তান আমার হৃদয়ে থাকে। আমি পাকিস্তানি ছিলাম, আছি এবং থাকব।’

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ খোয়ায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শাহিবজাদা, নাওয়াজ ও হাসান নাওয়াজের ব্যাটিংয়ের পর ফাহিম আশরাফ, সালমান মির্জাদের বোলিংয়ে বাংলাদেশকে ১০৪ রানে গুটিয়ে দিয়ে ৭৪ রানে জিতেছে তারা। যদিও এই জয়ে খুব বেশি পার্থক্য দেখছেন না বাসিত। তিনি মনে করেন, প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে গেছে।

বাসিত বলেন, ‘পাকিস্তান এই ম্যাচ জিতলেও আমার কাছে কিছু যায় আসে না। কারণ দুই ম্যাচে যেভাবে হেরেছে ওইখানেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে হয়ে গেছে। মনে হয়েছে এই হার বাংলাদেশের গায়েই লাগেনি। তাদের শরীরি ভাষা এমন ছিল যে ঠিক আছে তারা আমাদের ভাই, প্রতিবেশি তাদের একটা ম্যাচ জিততে দাও।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
সকালের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস Jul 26, 2025
img
মানুষের কাছে পরিষ্কার করতে হবে আমরা কীভাবে আগামীর বাংলাদেশ গড়বো: আমীর খসরু Jul 26, 2025
img
৩ যোদ্ধার লড়াইয়ের কাহিনি ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা Jul 26, 2025
ইউএস-বাংলাকে ২৭ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ নেপালের Jul 26, 2025
img
কুবির নতুন ক্যাম্পাসের জমি ও নিয়োগে দুর্নীতির অভিযোগ, তথ্য চাইলো দুদক Jul 26, 2025
টেস্ট কেমন? খেয়ে দেইখা পরে কন টেস্ট কেমন! | স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 26, 2025
img
নিষেধাজ্ঞা পেয়ে ‘খুবই হতাশ’ মেসি Jul 26, 2025
img
চীন থেকে জরুরি চিকিৎসা সহায়তা পেল বাংলাদেশ Jul 26, 2025
img
৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত : সারজিস আলম Jul 26, 2025
img
টেস্ট ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন বুমরাহ! Jul 26, 2025
img
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অংশ নিয়েছেন শতবর্ষী মাহাথির Jul 26, 2025
img
মাইলস্টোনের ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা Jul 26, 2025
img
তুরস্কের সাবেক এমপির সঙ্গে জামায়াত আমিরের বৈঠক Jul 26, 2025
img
দেশের প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ জুলাই বিপ্লব : জ্বালানি সচিব Jul 26, 2025
img
আগামী নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়বে : ডা. শাহাদাত Jul 26, 2025
img
কোচ হওয়ার আবেদনই করেননি জাভি, ‘ভুয়া’ ইমেইল পেয়েছে ভারত Jul 26, 2025
প্রতীক্ষার অবসান, ৫ দিনের মধ্যেই আসছে নির্বাচনের ঘোষণা: জামাল হায়দার Jul 26, 2025
থাইল্যান্ডে রাশিয়ার বিএম-২১ রকেট চালিয়ে আঘাত হেনেছে কম্বোডিয়া Jul 26, 2025
img
হকি বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের Jul 26, 2025
img
‘ব্লু স্টোরি’ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ Jul 26, 2025