ক্যারিয়ারে কঠিন সময় পেছনে ফেলার আশায় শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন নেইমার, তবে সেখানে তার সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। সান্তোসের হয়ে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলের হারের পর এক সমর্থকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। সেই ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান তারকা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সিরি আ ম্যাচে সান্তোসের ২-১ গোলের হার থেকে তারা অবনমন অঞ্চলে চলে যায়। ম্যাচে দুই গোল পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে একটি গোল শোধ করেন সান্তোস। তিন মিনিট পর নেইমারের বাঁ পায়ের একটি জোরাল শট পোস্টে লেগে গোললাইনে চলে আসে, যার পর গোলরক্ষক সেই বল নিয়ন্ত্রণে নেন।
নেইমার মনে করেছিলেন বল গোললাইনের পেরিয়ে গেছে এবং তাই গোল উদযাপন শুরু করেন। এমনকি লাথি মেরে কর্নার ফ্ল্যাগও ভেঙে ফেলেন। কিন্তু রেফারি গোল দেননি, যা দেখে হতাশ হয়ে পড়েন নেইমার। তিনি হাঁটু গেড়ে বসে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কিছু সময় পর, শেষ বাঁশি বাজান রেফারি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, গ্যালারির কাছে গিয়ে সান্তোসের এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার এবং তার পরের মুহূর্তে সতীর্থ গোলরক্ষক তাকে সরিয়ে আনেন।
পরে ইনস্টাগ্রামে একটি পোস্টে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা লেখেন,‘উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠে খারাপ খেললে ভক্তরা আমার সমালোচনা করতে পারেন, তবে অপমান করা তাদের অধিকার নয়।’
নেইমার আরও যোগ করেন,‘যেদিন তারা মনে করবে যে আমি আর ক্লাবকে সাহায্য করতে পারব না আমি প্রথমেই চলে যাব! সান্তোস আমার সবচেয়ে বড় আবেগ, যতক্ষণ আমার শক্তি থাকবে ক্লাবের জন্য সর্বোচ্চটা দিতে চেষ্টা করব।’
এছাড়া, সান্তোসে ফিরে আসার পর থেকে চোটের কারণে মাঠের বাইরে বেশ কয়েকবার ছিটকে গেছেন নেইমার তবে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৪ গোল করেছেন তিনি। জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে চোট জর্জরিত অধ্যায় শেষে সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এমআর