একমাসের কম সময়ে ভারতীয় পেসার ইয়াশ দয়ালের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করা হয়েছে।
এবার অভিযোগ এসেছে জয়পুরের সাঙ্গানেড় সদর থানায়। দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী।
এই কিশোরীর দাবি, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে প্রথমে শারীরিক সম্পর্কে বাধ্য করেন দয়াল। ২০২৩ সালে যখন তিনি নাবালিকা ছিলেন (১৭ বছর), তখন একাধিকবার তাকে ধর্ষণ করেন এই পেসার। গত এপ্রিলে আইপিএল চলাকালীনও তাকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। জয়পুরের একটি হোটেলে এই ঘটনা ঘটে।
এই মাসে দয়ালের বিরুদ্ধে ধর্ষণের দ্বিতীয় মামলা এটি। জুলাইয়ের শুরুতে গাজিয়াবাদে একজন নারী ধর্ষণ মামলা করেন। তবে কিশোরীর মামলাটি শিশু সুরক্ষা আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪ অনুযায়ী রেকর্ড হয়েছে। এসব ধারায় কমপক্ষে ১০ বছরের জেল হয় থাকে।
গাজিয়াবাদে প্রথম নারীর করা মামলায় এলাহাবাদ হাইকোর্ট থেকে দয়ালের গ্রেপ্তার আপাতত স্থগিত রাখা হয়েছে, তবে তদন্ত চলবে। এবার নতুন মামলায় কোর্ট সিদ্ধান্ত দেন সেটি দেখার অপেক্ষা। দয়াল সবশেষ আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ফাইনালে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
এমআর