৭১ নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা করুক : টুকু

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে আগে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জামায়াত তারপর অন্য দলের সমালোচনা করুক।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আকতারের পরিবারকে সহমর্মিতা জানানো শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন টুকু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তুরাগ থানাধীন নয়ানগর রফিক মোল্লার বাড়ি জামে মসজিদ এলাকায় নিহত সারিয়া আকতারের বাসায় যান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘বিএনপি অতীতে সরকারে থেকেছে, কাজ করেছে। আজকে অর্থনৈতিক যা কিছু অবকাঠামো দাঁড়িয়ে আছে, এটা জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া এটাকে এগিয়ে নিয়ে গেছেন। সমীক্ষায় দেখা গেছে, বেগম জিয়ার আমলে দেশে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছিল। সুতরাং জামায়াতে ইসলামী কী বললো, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। জামায়াত একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে যে অপকর্ম করেছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চাক, তারপর অন্য দলের সমালোচনা করুক।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। শুধু তাই নয়- আল বদর, আল শামস বাহিনী গঠন করে দেশের মানুষকে তারা হত্যা করেছে। সুতরাং জামায়াত কী বললো, না বললো- এটা বিএনপির কাছে বিবেচ্য নয়। বিএনপির কাছে এখন বিবেচ্য, বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হরণ হয়ে গিয়েছিল, সেটা ফিরিয়ে আনা। মানুষ যাকে পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করে নিজেদের পছন্দমত সরকার প্রতিষ্ঠা করবে-এটাই বিএনপির চাওয়া।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশে গত কিছুদিন ধরে যেসব ঘটনা ঘটছে, দেশবাসী মনে করে- সেগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। দুর্ঘটনা এ দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে মানুষ পুড়ে মারা গেছে। বিমান দুর্ঘটনা হয়েছে। কিন্তু মিছিল করে সচিবালয় আক্রমণ করা দেখিনি। তারপর দেখলাম, পতিত শক্তি যারা চলে গেছে, তাদের স্লোগান হয়েছে। তাতে বুঝা যায়, কারা এসব করছে। নির্বাচন যত দেরি হবে, ততই ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধার হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে একটি নির্বাচন হবে, সেটা আগামী ফেব্রুয়ারিতেই হবে বলে আমরা জানি। তবে কিছু চক্র তো আছে, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারা চায় না, বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফেরত আসুক, তারা এইসব বিষয়কে ইস্যু করে নানান রকমের সমস্যা সৃষ্টি করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল।

নির্বাচন করার দল, নির্বাচনমুখী দল। আমরা মনে করি, এসব কিছুকে উত্তোরণ করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারব এবং ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। কিছু লোক সংঘাত তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি, এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচনের সাথে এটার (বিমান দুর্ঘটনা) কোনো সম্পর্ক নেই।’

টুকু আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শহীদ পরিবারে যাচ্ছি, উনার পক্ষ থেকে সমাবেদনা জানাচ্ছি। শহীদ সারিয়া আকতারের পরিবারের সঙ্গে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। এই করুণ দৃশ্য তো দেখার মতো না। এটা কারো জন্যই কাম্য না। যে ফুল এখনো ঠিকভাবে ফোটেইনি, সেই ফুলটা দুর্ঘটনায় শেষ হয়ে গেল।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘যে নিষ্পাপ ফুলগুলো চলে গেছে, সেগুলো তো আর ফেরত আনা যাবে না। তবে আল্লাহতায়ালার কাছে দোয়া করি, আলাহ যেন তাদেরকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে রাখেন। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের কাজ সরকার করছে, আমাদের কাজ আমরা করছি। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে যতটুকু করা সম্ভব, নিশ্চয় তারা সেটা করছেন। যাদের বাচ্চা চলে গেছে, সেটা তো আর ফিরে আসবে না। এখন সরকার যদি সেই পরিবারগুলোকে কোনো অনুদান দেয়, সেটা সরকারের ওপর নির্ভর করবে।’

এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় সমাবেশে কত খরচ হয়েছে, জানালেন জামায়াত আমির Jul 27, 2025
img
২০৩০ সালের মধ্যেই পানিশূন্য হতে পারে রাজধানী কাবুল Jul 27, 2025
img
অভিনেতা সুনীল শেট্টির মন্তব্য: সম্পর্ক ভাঙনের পেছনে কি ভার্চুয়াল জগত দায়ী? Jul 27, 2025
img
এবার সংযুক্ত আরব আমিরাতের মসজিদে দেখা গেল শামীম ওসমানকে Jul 27, 2025
img
অভিনেত্রী সুস্মিতা সেনের কঠিন রোগে প্রতি ৮ ঘণ্টায় খেতেন ওষুধ! শরীরে আঘাত হানে কোন রোগ? Jul 27, 2025
img
এক বছরেও শহীদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা : সারজিস Jul 27, 2025
img
যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা : ট্রাম্প Jul 27, 2025
img
সবার আগে রাষ্ট্রের ৩ প্রধান অঙ্গের সমস্যার সমাধান করতে হবে: আসিফ নজরুল Jul 27, 2025
img
যুক্তরাষ্ট্রের শুল্কহার কমানোর ইঙ্গিত, বৈঠক ২৯ জুলাই Jul 27, 2025
img
এবার ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা এনসিপির Jul 27, 2025
img
লড়াই-সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবেই, ইনশাআল্লাহ : জামায়াত আমির Jul 27, 2025
img
আত্মবিশ্বাস হোক আরও নিখাঁদ: খালেদ মাসুদ পাইলট Jul 27, 2025
img
অধিনায়ক লিটনকে ধন্যবাদ জানালেন সাইফউদ্দিন Jul 27, 2025
img
'ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন' Jul 27, 2025
img
আজ যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা Jul 27, 2025
img
নিহত সায়মার পরিবারের সঙ্গে সুখে-দুঃখে থাকবে বিএনপি : আব্দুল আউয়াল মিন্টু Jul 27, 2025
ভোটে প্রার্থীর চেহারা দেখা যাবে না, এমন নির্বাচন চায় না বিএনপি Jul 27, 2025
এআই-ই এখন সিদ্ধান্ত নেবে, চাকরি হারাবে মানুষ: স্যাম অল্টম্যানের সতর্কবার্তা Jul 27, 2025
ইউএস-বাংলাকে ২৭ লাখ ডলার ক্ষ'তি'পূরণ দেওয়ার নির্দেশ নেপালের Jul 27, 2025
থাইল্যান্ডে রাশিয়ার বিএম-২১ রকেট চালিয়ে আ/ঘা'ত হেনেছে কম্বোডিয়া Jul 27, 2025