বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে একদল। এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। নানা ধরনের অজুহাত তুলে নির্বাচনকে তারা বিলম্বিত করতে চায়। বিলম্বিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।
গতকাল (শুক্রবার) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতর খোলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, এই অদক্ষ সরকার দিয়ে এ দশ মাস কোনো রকমে টেনেটুনে চলল। নির্বাচন যদি আরও এক বছর বিলম্বিত হয়ে যায় এই অদক্ষ সরকার দিয়ে কি কোনো ভালো কিছু করা যাবে? যারা বলে বিচার হতে হবে, পরে নির্বাচন, শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে জুলাই ছাত্রদের হত্যার বিচার হতে হবে।
তিনি আরও বলেন, আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার দরকার। সেই সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবে। যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ জন্য সরকারকে আমরা বলব দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনার জন্য। অনতিবিলম্বে এই সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষদের দ্রুত পরিবর্তন আনা।
উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদল যুগ্ম-আহবায়ক মো. আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু, লৌহজং থানা যুবদল সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু প্রমুখ।
কেএন/টিএ