২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দলালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। চলতি বছরের প্রথমদিকে তাঁদের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। মেয়ের বাবা হয়ে বরুণ এখন যেন একেবারে বদলে গেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার ‘অভিনেতা’ নন, নিজের নতুন পরিচয় ‘বাবা বরুণ’-এর কথাই বললেন তিনি। মেয়েকে নিয়ে তাঁর অনুভূতি স্পষ্ট, এই সম্পর্ক যে নিছক আবেগ নয়, তা বারবার উঠে এলো তার কথায়।
বরুণ বলেন, ‘‘মেয়েকে কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করলেও তাকে ছেড়ে কথা বলব না।’’ এই কথা বলতে গিয়েও তাঁর চোখেমুখে ছিল গভীর মমতা আর সুরক্ষা দেওয়ার প্রবল তাগিদ। তবে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে গিয়েই এবার চিন্তার ভাঁজ পড়েছে বরুণের কপালেও। মজা করে বলেন, এখন নাকি তিনি সবচেয়ে বেশি ভয় পান স্ত্রী নাতাশাকে। যে কোনও সময় বাড়ি থেকে বের করে দিতে পারেন তাঁকে!
আসলে মেয়েকে ঘিরে বরুণের যে ভালোবাসা, তা পুরোটাই গেম ও সময় কাটানোর পর্যায়ে আটকে আছে। সব বাস্তব দায়িত্বই সামলাচ্ছেন মা নাতাশা। বরুণ বলেন, ‘‘আসলে আমি কিছুই করি না। মেয়ের সঙ্গে শুধু খেলা করি। পুরো দায়িত্ব নাতাশার। মা হিসেবে তাঁর অবদান অনেক বেশি।’’
তবে ভালো বাবা হয়ে ওঠার জন্য নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ‘লারা’। তাকে ঘিরেই এখন তাঁদের পরিবারে আনন্দ, হাসি আর নতুন অধ্যায়।
কিন্তু সবের মাঝেও স্ত্রীর একটাই শর্ত টিভির আওয়াজ জোরে করা যাবে না। যদি করেন, তাহলে নাকি বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি রয়েছে! সেই কথা শুনেই হেসে ফেলেন বরুণ, কিন্তু তাতেই যেন ফুটে ওঠে একজন নতুন বাবার ঘরোয়া সংগ্রাম আর ছোট ছোট বাস্তব চ্যালেঞ্জের গল্প।
এমকে/টিকে