চট্টগ্রাম বন্দরে ১৬৮ সেবায় শুল্ক বাড়ছে, ব্যবসায়ীদের উদ্বেগ

দীর্ঘ ৩৯ বছর পর অন্তত ১৬৮ ধরনের সেবা এবং সেবা উপকরণে ২০ থেকে ৩০ শতাংশ হারে শুল্ক বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। এরইমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এর অনুমোদনও দেয়া হয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দরের এই সিদ্ধান্তে বিদেশি অপারেটরগুলো জাহাজ এবং কনটেইনার ভাড়া বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক অনাপত্তি পত্রে চট্টগ্রাম বন্দরের পণ্য এবং জাহাজের ট্যারিফ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকেই এই প্রস্তাবনা পাঠানো হয়েছিল কয়েক মাস আগেই। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী, ১৬৮ রকম সেবার ট্যারিফ বাড়বে ২০ থেকে ৩০ শতাংশ হারে। শুধু ৪ ধরনের সেবার ট্যারিফ অপরিবর্তিত রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, প্রায় ৪০ বছর আগের ট্যারিফ এতোদিন পরে বাড়ছে। তাই তুলনামূলকভাবে অতোটা বেশি না। ভোক্তাদের ওপর এই ট্যারিফ তেমন প্রভাব ফেলবে না। অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তিসহ এটি আইন মন্ত্রণালয়ে যাবে; অনুমতি পেলে এটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে।

আগে বন্দরের একটি কনটেইনার স্ট্যাফিং চার্জ ২ দশমিক ৭৩ ডলার থাকলেও এখন তা ৬ দশমিক ৪১ ডলার করা হচ্ছে। একইভাবে লিফট অন-লিফট অফ চার্জ বাড়ছে আড়াই ডলার। বাড়ছে পোটর ডিউজ, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোরেজ চার্জ এবং বার্থিং-আন বার্থি চার্জও।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, ব্যাংকের সুদসহ নানা খরচে এমনিতেই ব্যবসায়ীরা চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ শুল্ক বাড়ানোর কথা বলা হচ্ছে। এটি হলে চাপ আরও বাড়বে ব্যবসায়ীদের ওপর।

একদিকে বন্দরের ট্যারিফ যেমন বাড়ছে, তেমনি পহেলা সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনও (বিকডা)। আর এতেই অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। সবশেষ ১৯৮৬ সালে ট্যারিফ বাড়িয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর তখন ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল ৩১-৩২ টাকা। কিন্তু বর্তমানে বাংলাদেশে ডলার রেট ১২১ থেকে ১২৩ টাকা।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি খায়রুল আলম সুজন বলেন, এই শুল্ক বাড়লে এর প্রভাব পড়বে আমদানি ও রফতানিকারকদের ওপর। পাশাপাশি বিশ্ববাজারে ব্যবসায়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আরও বাড়িয়ে তুলবে। এতে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে কিনা; সে বিষয়ে সন্দেহ রয়েছে।

চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, এ ধরনের অযাচিত সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। এটি স্থগিত করে অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে বন্দর কর্তৃপক্ষকে।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ১০ হাজার জি আর টি পাইলট চার্জ ৮০০ ডলার এবং ২০ হাজার জি আর টি টাগবোট চার্জ ৩ হাজার ৪১৫ মার্কিন ডলার করা হচ্ছে। তবে, বন্দরের ট্যারিফ কোনোভাবেই ১০ শতাংশের বেশি না করতে আগেই চিঠি দিয়েছিল শিপিং এজেন্ট। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মো. আরিফ বলেন, আমরা ট্যারিফ বাড়ানোর পক্ষে নই। তবে একান্তই বাড়ানোর প্রয়োজন হলে ১০-১২ শতাংশ বাড়ানো যেতে পারে।

২০২৪-২৫ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৯৬ হাজার কনটেইনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে। আর বছরে বন্দরের নিজস্ব আয়ের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি।

এফপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারের ১২১ আসনে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা নির্বাচন কমিশনের Sep 17, 2025
img
যুক্তরাষ্ট্রের চাপে আপাতত ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান Sep 17, 2025
img
সাংবিধানিক ক্রাইসিসের সমাধান না হলে গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি হবে : তুষার Sep 17, 2025
img
আদর্শ মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা জরুরি : ডা. শাহাদাত Sep 17, 2025
তরুণ আন্দোলন ও সরকার পতন: দক্ষিণ এশিয়ার নতুন ধারা Sep 17, 2025
img

মার্কিন নাগরিককে ঘিরে চাঞ্চল্য

বিমানবন্দরে আনতে যান পুলিশের পদস্থ কর্মকর্তা, হোটেলের ভাড়া দেন জাপা নেতা Sep 17, 2025
img

আলী রীয়াজ

কমিশন এক মাস সময় নিয়ে আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয় Sep 17, 2025
img
শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন চলাচল বন্ধ Sep 17, 2025
img
জুলাই সনদ বাস্তবায়নে সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট করার পরামর্শ Sep 17, 2025
img
নির্বাচনের ৬ বছর পর ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান Sep 17, 2025
img
১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বরিশালের সেই বন কর্মকর্তা Sep 17, 2025
img
নতুন ছবির জন্য জিমে কঠোর ট্রেনিংয়ে জুনিয়র এনটিআর Sep 17, 2025
img
৪টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ Sep 17, 2025
img
জেমস বন্ডের লুকে ধরা দেবেন রণবীর! Sep 17, 2025
img
জীবন দেব তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না: ইশরাক Sep 17, 2025
img
বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে পুনরায় নির্বাচন অফিস ঘেরাও Sep 17, 2025
img
টানা ৯০ ম্যাচ খেলা ব্র্যাথওয়েটকে ছাড়াই ক্যারিবীয়ানদের নতুন দল ঘোষণা Sep 17, 2025
img
ইলাইয়ারাজার মামলায় নেটফ্লিক্স থেকে সরানো হলো অজিতের ‘গুড ব্যাড আগলি’ Sep 17, 2025
img
রমজানের আগেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Sep 17, 2025
img
ব্রিটিশ আমলের কাহিনি নিয়ে আসছে বিজয়ের নতুন ছবি Sep 17, 2025