মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার। ১৯ জুলাই মুক্তি পাওয়া এ ছবি রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে। বলিউডের চিরাচরিত অ্যাকশন সিনেমার বাইরে গিয়ে একদমই প্রেমের গল্পের এই ছবি দেখে মুগ্ধ দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিনেমাহল, দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া।
যার প্রভাব পড়েছে আইএমডিবি রেটিংয়েও। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই রেটিংয়ের সর্বশেষ তালিকায় ভারতীয় তারকাদের মধ্যে সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন আহান পাণ্ডে। যেখানে শাহরুখ, আমির, অক্ষয়দের দেখেই অভ্যস্ত ভক্তরা, সেখানে এখন রেটিং সেরা আহান পাণ্ডে।
চলুন দেখে নেওয়া যাক, চলতি সপ্তাহে আইএমডিবির শীর্ষ ১০ ভারতীয় সেলিব্রিটির তালিকায় আধিপত্য বিস্তার করেছেন কারা কারা।
এই তালিকায় জায়গা কারা রয়েছেন সেরা দশে।
আহান পান্ডে : নবাগত নায়ক আহান বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের খুড়তুতো ভাই। ‘সাইয়রা’ ছবি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেনস এ নতুন মুখ। ব্যাপক আলোচনায় উঠে এসেছেন তিনি।
আর তিনিই চলতি সপ্তাহে আইএমডিবির তালিকায় এক নম্বরে। আপাতত বক্স অফিসে ঝড় তুলেছে তাঁর ছবি ‘সাইয়ারা।’ দর্শক হৃদয়েও ঝড় তুলেছেন আহান।
মোহিত সুরি : এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ‘সাইয়ারা’ পরিচালক মোহিত সুরি। ইতিমধ্যেই ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘হামারি আধুরি কাহানি’, ‘মালাং’-এর মতো দারুণ ছবি বানিয়ে ফেলেছেন তিনি।এবার সাইয়ারা দিয়ে নতুন করে আলোচনায়।
অনীত পাড্ডা : তালিকার তিন নম্বরে রয়েছেন অনীত পাড্ডা, যিনি ‘সাইয়ারা’ ছবিতে মুখ্য অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাঁর বাণী চরিত্রটি পছন্দ করেছেন দর্শকরা। মিষ্টি মুখের এ অভিনেত্রী এখন তুমুল আলোচনায়।
ঐশ্বরিয়া রাই বচ্চন : তালিকার চার নম্বরে রয়েছেন বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি বিচ্ছেদ বিতর্ক ও কান উৎসবের কারণে বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী।
ফাতিমা সানা শেখ : পাঁচ নম্বরে রয়েছেন ফাতিমা সানা শেখ। ফাতিমা তাঁর নেটফ্লিক্স ছবি ‘আপ জয়সা কোই’-র জন্য শিরোনামে রয়েছেন। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আর মাধবন। বেশ প্রশংসিত হয়েছে ছবিটি।
ক্যাটরিনা কাইফ : তালিকার ছয় নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী তাঁর সৌন্দর্য ও স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাঁর সম্পর্কের কারণে আলোচনায় রয়েছেন। এছাড়া সামনে বেশ কিছু বিগ বাজেটের প্রজেক্টেও দেখা মিলবে তার।
শাহরুখ খান : এই তালিকায় সাত নম্বরে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশ্বের অন্যতম শীর্ষ অভিনেতা কিং খানকে এই তালিকায় এত পিছে দেখে অবাক হতে পারেন তাঁর ভক্তরা। তবে গত বছর তার কোনো ছবিই মুক্তি পায়নি। বর্তমানে তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে আলোচনায় তিনি।
আমির খান : শাহরুখ খানের পর এই তালিকায় আট নম্বরে রয়েছেন আমির খান। তার ‘সিতারে জামিন পার’ সিনেমা এবং গৌরীর সঙ্গে তার সম্পর্কের কারণে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট রয়েছেন আলোচনায়।
সানভিকা : ওয়েব সিরিজ পঞ্চায়েতে রিঙ্কির ভূমিকায় সানভিকাকে দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য অনুরাগী। সম্প্রতি সিরিজটির চতুর্থ সিজনও বাজিমাত করেছে। যার ফলে এই তালিকায় নয় নম্বরে রয়েছেন সানভিকা।
আর. মাধবন : প্রতিভাবান অভিনেতা আর. মাধবন রয়েছেন তালিকার দশ নম্বরে। অভিনেতা তার সাম্প্রতিক নেটফ্লিক্স ছবি ‘আপ যায়সা কোই’-র জন্য প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া এ বছর অক্ষয়ের ‘কেসারি ২’-তেও দেখা গেছে তাকে।
এফপি/টিকে