দেশপ্রেম, আত্মত্যাগ আর বীরত্বের গাঁথা নিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’। আর এই ছবির শুটিং শেষ করে আবেগে ভেসেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘বর্ডার ২’-এর শুটিং শেষ হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও আহান শেঠিকে জড়িয়ে ধরছেন তিনি, হাতে রয়েছে মিষ্টির প্যাকেট।
ছবিতে শহিদ নিরমলজিত সিংহ সেখোঁর চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ । এই চরিত্রের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আর ভালোবাসা ধরা পড়েছে শুটিং শেষের আবেগঘন বার্তায়। ক্যাপশনে লেখেন, “বর্ডার ২ শুট শেষ। শহিদ নিরমলজিত সিংহ সেখোঁজি’র চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত।”
এই বার্তা আর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই দিলজিতের উচ্ছ্বাস, আবেগ ও দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছেন। শহিদের চরিত্রে অভিনয় করা যেমন গর্বের, তেমনি এক বিশাল দায়িত্ব—দিলজিৎ যেন তা পরিপূর্ণভাবে পালন করেছেন।
‘বর্ডার ২’ শুধু একটি যুদ্ধভিত্তিক ছবি নয়, এটি দেশপ্রেমের এক নতুন গাঁথা হতে চলেছে। ছবিতে রয়েছেন বরুণ ধাওয়ান, আহান শেঠির মতো তারকারা, আর পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের অভিজ্ঞ নির্মাতারা।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেপি দত্তের ‘বর্ডার’ ছবির পর এটি হচ্ছে নতুন প্রজন্মের জন্য তৈরি ‘বর্ডার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায়। যুদ্ধ, আত্মত্যাগ আর ইতিহাসের সঠিক চিত্রায়ণের দিক থেকে এই ছবির প্রতি দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
২০২৫ সালের অন্যতম বড় মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে এরই মধ্যে আলোচনায় রয়েছে ‘বর্ডার ২’। দিলজিতের আবেগময় উদযাপন যেন আরও একবার মনে করিয়ে দিল, সিনেমা শুধু বিনোদন নয়—এটি ইতিহাস বাঁচিয়ে রাখার এক শক্তিশালী মাধ্যমও।
এফপি/টিকে