চিত্রনায়ক জয় চৌধুরী কি বিয়ে করলেন? এমন প্রশ্ন সামাজিক মাধ্যমে। এই প্রশ্নের পেছনে রয়েছে একটি ভিডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চিত্রনায়ক জয় চৌধুরী বিয়ের আসরে কনের গলায় মালা পরাচ্ছেন। কনের নাম জেরিন চৌধুরী।
জেরিনের শুভাকাঙ্ক্ষীরাও বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন। তারা জেরিনের কাছে বিয়ের দাওয়াত না পেয়ে অবাক হয়েছেন।
আর ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জয় চৌধুরী ফের বিয়ের পিঁড়িতে কেন এই নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা ব্যক্তিগত জীবনে জয় বিবাহিত।
১৫ বছর আগেই বিয়ে করেন নায়িকা রোমানা নীড়কে। তাদের সংসারে আছে একটি পুত্রসন্তান। ২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় জয়-রোমানার। তখন থেকে তারা একসঙ্গে সুখে সংসার করছেন।
তাদের একমাত্র সন্তান নাম রাধ সাহামাত চৌধুরী আজমান।
তাহলে ফের বিয়ে করলেন জয়?
এই প্রশ্নের উত্তর জানতে জয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি একটি গণ্মাধ্যমকে বললেন, ‘আমি আর বিয়ে করিনি। যে বিয়ের ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে, সেটি একটি ব্র্যান্ডের ফটোশুট। হয়তো মডেল জেরিন সামাজিক মাধ্যমে একটু রহস্য করেছেন, এ কারণেই হয়তো সকলেই ভেবেছেন এটা সত্যিই বিয়ের ভিডিও।
কিসের ভিডিও? জানতে চাইলে জয় বলেন, এটি একটি ব্র্যান্ডের ফটোশুট ও ওভিসির শুটিংয়ের। উত্তরার একটি শুটিং হাউজে সম্প্রতি চিত্রধারণ করা হয়েছে। চট্টগ্রাম ভিত্তিক এই ব্র্যান্ড ঢাকার কয়েকটি স্থানে শোরুম খুলতে যাচ্ছে। শিগগিরই বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।
জয় অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ চলচ্চিত্রটি গত বছর মুক্তি পায়। ২০১২ সালে ‘এক জবান’ সিনেমার মাধ্যমে জয়ের ক্যারিয়ার শুরু হয়। তিনি হিটম্যান, চিনি বিবি, আজব প্রেম এবং অন্তর্জ্বালা জন্য সর্বাধিক পরিচিত।
এমকে/টিএ