উয়েফা উইমেন্স ইউরোর নাটকীয় ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। রোববার (২৭ জুলাই) বাসেলে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়েও কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
ফাইনালের দুই গোল হয়েছে দুই হাফে। ম্যাচের ২৫তম মিনিটে ক্যালডেন্টির গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় হাফে ইংল্যান্ডকে সমতায় ফেরান আলেসিয়া রুসো। এরপর নির্ধারিত সময় পর্যন্ত দুই দলই বেশকিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৩০ মিনিটেও গোল করতে পারেনি কোনো দল। এরপর টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙে উল্লাসে মাতে ইংল্যান্ড।
টাইব্রেকারে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার তার প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক। তবে ইংল্যান্ডের পরের চার শটের তিনটিই খুঁজে পায় জাল। আর জার্মানির বিপক্ষে সেমিফাইনালে গোল করা বার্সেলোনা তারকা আইতানা বনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।
দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারলেও, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতে শিরোপা উৎসব করল ইংল্যান্ডের মেয়েরা। অন্যদিকে, তৃতীয় দল হিসেবে এই প্রতিযোগিতায় একাধিক শিরোপা জয়ের স্বাদ পেল ইংল্যান্ডের মেয়েরা। তাদের মতো দুইবারের শিরোপা জিতেছে নরওয়ে। আর রেকর্ড আটবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।
এমকে/টিকে