বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যাপক ভোটে হারেন। দলটিতে যোগ দেওয়ার পরে নানা ক্ষোভ উগরে তা থেকে পদত্যাগও করেন এই অভিনেত্রী।
এবার শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে দেখা যাবে শ্রাবন্তীকে।
এমন গুঞ্জনই চাউর হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী চ্যাটার্জি প্রশ্ন করা হয়, বেহালা পশ্চিমের জন্য প্রার্থী হিসেবে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চান, সে ক্ষেত্রে তিনি কি ভোটে দাঁড়াবেন? এই প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘সেটা আমি বলতে পারব না। তবে সেই সময় আমি দলের সঙ্গে সবটা নিয়ে আলোচনা করব।
জানাব যে রাজনীতির বিষয় আমার কিন্তু কোনো ধারণা সেভাবে নেই। যদি কোনো দিনও সুযোগ আসে বা আমাকে যোগ্য বলে মনে করা হয় সে ক্ষেত্রে আমি আগে পুরো বিষয়টা বুঝব, নিজেকে রাজনীতির বিষয়ে স্বাবলম্বী করে তার পরই কিন্তু আমি এগোব। না হলে আমি এগোব না।’
বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শ্রাবন্তী বলেন, ‘আগে আমি হুট করে যেটা করেছিলাম, এবার সেটা করব না।
আমি ভেবেছিলাম আমি জিতব। ইচ্ছা ছিল যে বেহালা পশ্চিম আমার বাড়ি, আমিও ওখানেই ভোট দিই। সেই সবটা মিলিয়ে আমি খুব উত্তেজিত ছিলাম। কিন্তু জনসাধারণ যেটা ভেবেছেন তা-ই করেছেন, তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। অনেকেই যাঁরা আমাকে ভোট দিয়েছেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, শ্রাবন্তী ছাড়াও এবার বিজেপি থেকে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তরা।
এদিকে কাজের সূত্রে, শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’তে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এরপর চলতি বছরের পূজায় নায়িকার বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’ আসছে। সেখানে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
এসএন