বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দেশের গর্ব হয়ে ওঠা এই খেলোয়াড় এবার আলোচনায় এসেছেন মাঠের বাইরের এক ঘটনায়। অভিযোগ উঠেছে, গতকাল রাতে রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায় এক ব্যক্তিকে ফোনে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি। শুধু মারধরই নয়, ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে তাসকিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ক্রিকেট মহলে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি সাধারণ ভক্তরাও হতবাক এই আচরণে।
ঘটনার পরপরই ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
এ নিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।'
অভিযোগে বলা হয়েছে, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন। শুধু তাই নয়, ভয়ভীতি ও হুমকিও দেন জাতীয় দলের এই পেসার। থানা সূত্রের দাবি, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অভিযোগ নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও কল করা হয়েছিল, কিন্তু কোনো উত্তর মেলেনি। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।
কয়েকদিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।
ইউটি/এসএন