দুই দশকের অভিনয় জীবনে ধনুশ হয়ে উঠেছেন এক অনন্য নাম। আজ তাঁর জন্মদিনে তামিল থেকে বলিউড, এমনকি হলিউড পর্যন্ত বিস্তৃত সাফল্যের যাত্রা আবারও আলোচনায়। প্রথম ছবি ‘থুল্লুভাদো ইলাইমাই’ দিয়ে শুরু, আর সর্বশেষ আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছেন ‘দ্য গ্রে ম্যান’-এর মাধ্যমে।

অভিনয়, গায়কী, চিত্রনাট্য কিংবা প্রযোজনা প্রতিটি ক্ষেত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। তাঁর সাফল্য শুধু অভিনয়ে নয়, বরং এক শিল্পীসত্তার ক্রমাগত বিবর্তনে। তামিল সিনেমার মাটির ঘ্রাণ, বলিউডের বাণিজ্যিক আবেদন আর হলিউডের আন্তর্জাতিক ছন্দ সব মিলিয়ে ধনুশ আজ এক বহুমাত্রিক তারকা।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের শুভেচ্ছায় মুখর তাঁর জন্মদিন, যা উদযাপিত হচ্ছে এক শিল্পীর নিরন্তর সাধনার স্বীকৃতি হিসেবে।
এফপি/এসএন