জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৮ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আবুল বারকাতকে গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।
এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। এর পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।
এমআর/টিকে