আইপিএলের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনবারের চ্যাম্পিয়নদের শেষ ট্রফিটা এসেছে ২০২৪ সালে। যার অধীনে দীর্ঘ ১০ বছরের ট্রফি খরা ফুরিয়েছিল সেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে আর দেখা যাবে না কেকেআরের ডাগআউটে।
আজ সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর।
সমঝোতার মাধ্যমেই দুই পক্ষ আলাদা হচ্ছে বলে জানা গেছে। পণ্ডিতকে শুভকামনা জানিয়ে তারা লিখেছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন কিছু অন্বেষণের সিদ্ধান্ত নিয়েছেন। তাই কেকেআরের প্রধান কোচ হিসেবে তাকে আর দেখা যাবে না। ২০২৪ সালে চ্যাম্পিয়ন করানোর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।
সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য। তার নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দারুণ প্রভাব রেখেছে। তার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
২০২২ সালে মধ্য প্রদেশকে রঞ্জি ট্রফি জেতানোর পর সে বছরই কলকাতার দায়িত্ব নেন পণ্ডিত।
দুই বছর পর ২০২৪ সালে কেকেআরকে জেতান আইপিএল ট্রফি। এর আগে ২০১২ ও ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয় বলিউড বাদশা শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। তবে সর্বশেষ আসরে দল বাজে পারফরম্যান্স করে। ১০ দলের মধ্যে পয়েন্ট তালিকায় আটে থেকে শেষ করে। নতুন কোচ কে হচ্ছেন তা এখনো জানা যায়নি।
এমকে/টিএ