বলিউডে আবারও ফিরছে ‘কেসারিয়া’ ম্যাজিক! যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আসছে ‘ওয়ার ২’-এর জন্য নতুন একটি সোলফুল লাভ সঙ—যেটি গাওয়া হবে হৃতিক রোশন ও কিয়ারা আডভানিকে ঘিরে। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে, অর্থাৎ ১৪ আগস্ট ২০২৫ মুক্তির আগে গানটি আসবে দর্শকের সামনে।
হৃতিক রোশন (কবীর) ও কিয়ারা আডভানি (কাভ্যা)-র পুরনো প্রেমকাহিনি ঘিরে তৈরি এই গানটি নাকি হবে ছবির প্রথম রিলিজ হওয়া ট্র্যাক। ‘কেসারিয়া’-র মতোই নরম, আবেগঘন ও রোমান্টিক সুরে ভরপুর এই গান দর্শকদের নিয়ে যাবে দুই চরিত্রের অতীত জীবনে।
ইতালির রোম ও টাসকানির মনোরম লোকেশনে শুট হওয়া এই ব্যালাডে হৃতিকের কণ্ঠস্বরের পেছনে আবারও থাকছেন অরিজিৎ সিং—যিনি ‘ঘুঙরু’ ও ‘কেসারিয়া’-র সাফল্যের পর ভক্তদের মনে দাগ কেটেছিলেন।
অ্যাকশন-থ্রিলারে ঠাসা ‘ওয়ার ২’-এ হৃতিক রোশন ও এনটিআর জুনিয়রের মুখোমুখি লড়াই যেমন দর্শককে রোমাঞ্চ দেবে, তেমনি এই ফ্ল্যাশব্যাক লাভ সঙ গোটা গল্পে আনবে আবেগ ও কোমলতা—যা হবে গুপ্তচর জগতের ঝড়ের মধ্যে এক টুকরো হৃদয়স্পর্শী মুহূর্ত।
এফপি/ টিএ