তাসকিন ইস্যুতে বিসিবির বার্তা: আগস্টে ক্রিকেটারদের আচরণবিধি শেখানো হবে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টার বয় তাসকিন আহমেদ। তার বিরুদ্ধে উঠেছে বাল্যবন্ধুকে মারধরের গুরুতর অভিযোগ। যা নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। অভিযোগ থানায় তদন্তাধীন থাকায় আপাতত এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এসব সমস্যা কাটিয়ে উঠতে আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।

ঘটনা একদিন আগের। হঠাৎই সরগরম দেশের ক্রিকেটপাড়া। তবে মাঠের কোনো খবর নিয়ে নয়। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন পেসার তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যা গড়ায় থানা পর্যন্ত। বন্ধু সিফাতুর রহমান সৌরব মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘রোববার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নিয়ে যান তাসকিন। এরপর সেখানে তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।’

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি সাজ্জাদুর রহমান।

তবে ক্রিকবাজের কাছে এমন অভিযোগকে অস্বীকার করেন তাসকিন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে পারি, এ অভিযোগটি মিথ্যা এবং বানোয়াট।’

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানান, অভিযোগটি থানায় তদন্তাধীন থাকায় টাইগার পেসারের বিরুদ্ধে আপাতত তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

ক্রিকবাজকে ইফতেখার বলেন, ‘আগে তাসকিনের দোষ প্রমাণিত হোক। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে এবং সেটি তদন্তাধীন রয়েছে। এটা এখন ক্রিকেট বোর্ডের বাইরে। তাসকিন বলেছে, তিনি এটার সঙ্গে সম্পৃক্ত নন। এখন পুলিশ এটি তদন্ত করে বের করবে, যেহেতু থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। দেখা যাক, তদন্তে কী বের হয়ে আসে।’

তবে তাসকিনের বিষয়ে আপাতত কোনো ব্যবস্থা নিতে না পারলেও, জাতীয় দলের ক্রিকেটাররা যেন এসব ঘটনায় ভবিষ্যতে না জড়ান, সে জন্য একটি ছোট কর্মশালার পরিকল্পনা নিয়েছে বিসিবি। আগস্টে সে কর্মশালায় তাদের বার্তা দেওয়া হবে, তারা কী করতে পারবেন আর কী করতে পারবেন না।

এ বিষয়ে ইফতেখার বলেন, ‘আগস্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি কর্মশালার আয়োজনের পরিকল্পনা করছি আমরা। তারা কী করতে পারবে না, আর কী করতে পারবে সেটা মনে করিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করছি। যেহেতু তারা শুধু ক্রিকেটারই নয়, একইসঙ্গে অনেক তরুণের আইডল এবং তাদেরকে অনেকেই অনুসরণ করে। সুতরাং সমর্থকদের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা রয়েছে।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কোহলিকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন, দাবি মঈন আলীর Jul 30, 2025
img
শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য রাশিয়ার হাতে ১০ দিন সময় আছে: ট্রাম্প Jul 30, 2025
img
চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার Jul 30, 2025
img
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক দুই ডিসিসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান Jul 30, 2025
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে তৃতীয় দফায় আলোচনা শুরু Jul 30, 2025
img
ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়টি জানতাম : সাবেক আইজিপির জবানবন্দি Jul 30, 2025
img
আবু সাঈদ হত্যা মামলার আসামিপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ Jul 30, 2025
img
কমছে তিস্তার পানি, নদীপাড়ে ফিরছে স্বস্তি Jul 30, 2025
img
ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার Jul 30, 2025
img
তামিমের বিপিএলে ফেরা নিয়ে ট্রেইনারের মন্তব্য Jul 30, 2025
img
সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী Jul 30, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সবচেয়ে বেশি দায়ী : জাহেদ উর রহমান Jul 30, 2025
img
৩০ জুলাই লাল রঙে রাঙা প্রতিবাদে কাঁপে সামাজিক যোগাযোগ মাধ্যম Jul 30, 2025
img
উরুগুয়েকে উড়িয়ে কোপা ফাইনাল-অলিম্পিকে ব্রাজিল Jul 30, 2025
img
শুল্কবিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দিল বাংলাদেশ Jul 30, 2025
হযরত আবু হুরায়রা রা এর কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Jul 30, 2025
img
নিজের প্রশংসা শুনে যেমন ছিলো কঙ্গনার অনুভূতি Jul 30, 2025
img
জাপানে যুদ্ধের প্রস্তুতি? কুমামোতোয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত Jul 30, 2025
img
আজ শুরু উচ্চমাধ্যমিক ভর্তির আবেদন, ৪৫ দিনে সম্পন্ন হবে প্রক্রিয়া Jul 30, 2025
img
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ২০ হাজার ছাড়িয়েছে Jul 30, 2025