রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একসময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।
২০১৯ সালে গ্যারি কারস্টেনের অধীনে খেলার সময় এই পরিকল্পনার কথা জানতেন মঈন। ইংলিশ অলরাউন্ডারের মতে, ওই সময় পার্থিবকে অধিনায়ক করার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। মাঠে সাফল্য না পেলেও কোহলির অধিনায়কত্বে আরসিবির ব্র্যান্ড জনপ্রিয়তা পায়। তবে, ৯ মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে দলটি। ২০১৯ মৌসুমে ১৪ ম্যাচে ৮টি হারানোর পর আরসিবি পয়েন্ট তালিকার তলানিতে ছিল।
সেই মৌসুমে কোচ গ্যারি কারস্টেনের চিন্তা ছিল অধিনায়ক পরিবর্তন নিয়ে। মঈন আলী বলেন,‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট মস্তিষ্ক দারুণ। তখন সেটাই আলোচনা হচ্ছিল।’ তিনি আরও যোগ করেন,‘আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি, তবে আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’
পার্থিব প্যাটেলকে ঘরোয়া ক্রিকেটে একজন কৌশলী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ এবং দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে যুক্ত আছেন।
২০২২ সালে ফাফ ডু প্লেসি বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব নেন। ২০২৫ সালে তাকে দলে না রাখায় নেতৃত্ব আসে রজত পাতিদারের হাতে যার অধীনে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু।
পিএ/এসএন