নয় বছরের অপেক্ষা। একেক করে হৃদয় থেকে ঝরে গেছে লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা। কিন্তু অপেক্ষা? সেটা থেকেই গেছে। আর সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে ২০২৫ সালের ৪ অগস্ট। কারণ সেই দিনই হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান, যেখানে প্রায় এক দশক পর একই মঞ্চে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে থাকবে প্রায় দুই হাজার ভক্তের বসার ব্যবস্থা। ইতিমধ্যেই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভক্তদের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ নিয়ে শুরু হয়েছে হুড়োহুড়ি। কারণ শুধুমাত্র যে আগে আসবে, সে-ই আগে প্রবেশাধিকার পাবে—এই নীতিতেই চলছে আয়োজন।
তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক। দেব, শুভশ্রী ও ছবির প্রযোজক রানা সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানের প্রবেশপত্র একেবারেই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় এসব প্রবেশপত্র চড়া দামে বিক্রি হচ্ছে। এই অনৈতিক কাজের বিরুদ্ধে সরব হয়েছেন ‘ধূমকেতু’ টিম।
রানা সরকার বলেন, “এই বিষয়ে আমাদের কাছে একাধিক রিপোর্ট এসেছে। যাঁরা প্রবেশপত্র বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। আমাদের বার্তা পরিষ্কার—এই ইভেন্টের জন্য কোনও অর্থ দিতে হবে না। সিনেমা হলে সিনেমা দেখতে গেলে টিকিট কাটতে হবে, কিন্তু ট্রেলার লঞ্চে আসা একেবারেই ফ্রি।”
এই ঘটনার মধ্যেই বাড়ছে উত্তেজনা। কারণ এই ইভেন্টেই একসঙ্গে দেখা যেতে পারে দেব-শুভশ্রী জুটিকে, যাঁরা এক সময় ব্যক্তিগত সম্পর্কেও জড়িয়ে ছিলেন। এত বছর পর তাঁদের এক মঞ্চে দেখা নিয়ে ভক্তদের উন্মাদনা আকাশছোঁয়া।
এখন নজর ৪ অগস্টের দিকে। আর তারও বেশি অপেক্ষা ১৪ অগস্টের, যেদিন মুক্তি পাবে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আবেগঘন পুনর্মিলনের সময়।
এসএন