আগামী বছরের হজ প্যাকেজ আগস্ট মাসের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এবারের হজ প্যাকেজে খরচ কমানোর চেষ্টা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
কবে নাগাদ হজ প্যাকেজ ঘোষণা করা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আগামী মাসে হজ প্যাকেজ করতে পারি। সৌদি রোডম্যাপ অনুযায়ী এবার সময় কম, এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।
তিনি বলেন, সৌদি সরকার এবার বলেছে যে খাবারের ব্যবস্থা তাদের মাধ্যমে করতে হবে। কোরবানির টাকাও তাদের আগেই পাঠাতে হবে। খাবার নিয়ে হাবের আপত্তি আছে। তারা বলছে ওরা তো অ্যারাবিয়ান খাবার দেয়। আমাদের হাজিরা খেতে পারে না। যদি নেহায়েত তারা এটা করেও তারা যাতে বাংলাদেশি খাবার পরিবেশন করে। আমরা এগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করবো।
এবার হজের খরচ কমাতে পারবেন কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা কমানোর চেষ্টা করবো। এখন তো খাবার খরচ, কোরবানির খরচ যুক্ত হবে হজ প্যাকেজে। আগে তো খাবার এবং কোরবানি খরচ প্যাকেজের বাইরে থাকতো।
আগামী বছরের হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণে শিগগির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে।
ইউটি/টিএ