‘স্নেক’ দিয়ে বিশ্বজুড়ে ঝড় তোলার পর ফের গানে ফিরছেন নোরা ফাতেহি। এবার তার সঙ্গী আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি। ‘ওহ মামা তেতেমা’ শিরোনামের এই নতুন গানটি মুক্তি পাচ্ছে আগামী ৭ আগস্ট। গানটির ভাষা যেমন বৈচিত্র্যময়, তেমনি এর ছন্দে থাকছে আফ্রিকান বঙ্গোর রিদম, হিন্দি পপ আর পাশ্চাত্য সুরের মিশেল।
নোরা শুধু গানেই নয়, থাকছেন এর ঝলমলে মিউজিক ভিডিওতেও। যেখানে তার দুর্দান্ত পারফরম্যান্স আর সাহসী ফ্যাশন স্টাইল আরও একবার নজর কাড়বে শ্রোতা-দর্শকদের। আফ্রো-পপের সঙ্গে ভারতীয় ঘরানার মিশেল এই ভিডিওতে আনবে নতুন এক সাংস্কৃতিক বৈচিত্র্য।
এই গানটি নিয়ে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। কারণ, এই প্রথম নোরা তার কণ্ঠে এনেছেন তিন ভাষার সম্মিলন। তার ভক্তদের মতে, এটি হতে যাচ্ছে নোরার সংগীতজীবনের সবচেয়ে বড় আন্তর্জাতিক পদক্ষেপ। ইতোমধ্যে টি-সিরিজ ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই গানটিকে ঘিরে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা। ইউটিউব, স্পোটিফাই কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে গানটি উঠে আসবে শীর্ষ তালিকায়—এমনটাই মনে করছেন সংগীত বিশ্লেষকরা।
গানের ভাষাগত বহুত্বের পাশাপাশি এটি তুলে ধরবে বৈচিত্র্যময় সংস্কৃতির সম্মিলন। নাচ, সুর ও স্টাইলের মাধ্যমে আবারও গ্লোবাল স্টেজে নিজের অবস্থান পোক্ত করতে চলেছেন নোরা। আর এই গানটির মাধ্যমে তিনি শুধুই নৃত্যশিল্পী নন, বরং একজন পূর্ণাঙ্গ সংগীতশিল্পী হিসেবেও জায়গা করে নিচ্ছেন বিশ্বদর্শকের মনে।
এফপি/টিএ