চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আমদানি করা পণ্য পাচারের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- পাহাড়তলী থানার বাছামিয়া রোডের নুরুল আমিন ভূঁইয়ার ছেলে মো. নাজমুল হোসাইন ভূঁইয়া, কুমিল্লার লাকসামের পল কোটের মো. নুরুল আমিনের ছেলে নূর মোহাম্মদ ও কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যার মৌলভী পাড়ার মো. শাহাবুদ্দীনের ছেলে মো. আব্বাছ।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদের আটক করেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডের ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট ছাড়া কনটেইনার সিলবিহীন অবস্থায় পাওয়া যায়। এনএসআই ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা কনটেইনারটির পাশে থাকা কাভার্ডভ্যান ও আশপাশের এলাকা তল্লাশি করেন। তারা কাভার্ডভ্যানের মধ্যে অ্যাসাইনমেন্টবহির্ভূত ৮৪ কার্টুন কিশমিশ জব্দ করেন। যার ওজন প্রায় ৮৪০ কেজি।