‘পৃথিবীর ফুসফুস’ অ্যামাজন রক্ষায় ৭ দেশের চুক্তি

‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত অ্যামাজন রক্ষায় চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ আমেরিকার ৭টি দেশ। ভয়াবহ দাবানলে অ্যামাজনের ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের পরিপ্রেক্ষিতে দেশগুলো এই চুক্তির সিদ্ধান্ত নেয়।

কলম্বিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে অ্যামাজন বনভূমির সুরক্ষায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে তারা। শনিবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়েনা, পেরু ও সুরিনাম।

কলম্বিয়ায় ওই সম্মেলনে ৭টি দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। জোটটি অ্যামাজনে পুনঃ বনায়ন ও উপগ্রহচিত্র বিশ্লেষণ করে অ্যামাজনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সম্মত হয়।

অনুষ্ঠানের আয়োজক দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকি বলেন, এই বৈঠকে জোরারোপ করা হচ্ছে অ্যামাজন রক্ষায় সমন্বয়ের ওপর।

পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা বলেন, একার সদিচ্ছা এখন আর যথেষ্ট নয়।

এছাড়া অ্যামাজনের অধিবাসীদের শিক্ষা ও জীবনযাপনের বিষয় আরও বেশি তৎপর হতে দেশগুলো সিদ্ধান্ত নেয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট থেকে জ্বলছে আমাজন জঙ্গল। চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে আমাজন বনাঞ্চলে। বিশ্বের মোট অক্সিজেনের ২০ শতাংশেরও বেশির যোগানদাতা এই জঙ্গলটি।

 

টাইমস/এইচইউ

Share this news on: