হলিউডের নতুন অ্যাকশন থ্রিলারে যুক্ত হলেন লিলি জেমস। অ্যামাজন এমজিএম প্রযোজিত সাবভারশন–এ তিনি অভিনয় করবেন ক্রিস হেমসওয়ার্থের বিপরীতে। উচ্চঝুঁকির এ থ্রিলারকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
ছবির কাহিনি এক প্রাক্তন প্রতিশ্রুতিশীল নৌবাহিনীর কমান্ডারকে (হেমসওয়ার্থ) ঘিরে, যিনি এক শক্তিশালী চক্রের ব্ল্যাকমেইলে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে অবৈধ মাল বোঝাই সাবমেরিন চালাতে বাধ্য হন। অন্যদিকে লিলি জেমসের চরিত্রটি একজন কোস্ট গার্ড অফিসার, যিনি সমুদ্রের উপর ও নিচে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ায় নামবেন এই সাবমেরিন ধরতে।
ছবিটি পরিচালনা করবেন প্যাট্রিক ভোলরাথ, যিনি 7500–এর মতো সাসপেন্স থ্রিলারের জন্য পরিচিত। অ্যান্ড্রু ফার্গুসনের লেখা চিত্রনাট্যের প্রযোজনা শুরু হবে সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ায়। প্রযোজনায় আছেন লরেঞ্জো দি বোনাভেনচুরা, নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন গ্রেগ কোহেন ও স্টিফেন শাফার।
সাবমেরিনের ভেতরে ও বাইরে জীবন-মৃত্যুর খেলা, আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্য—সাবভারশন যেন দর্শকদের নিয়ে যেতে চলেছে শ্বাসরুদ্ধকর অ্যাকশন-থ্রিলারের জগতে।
এফপি /এসএন