ডিসি স্টুডিওর জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ক্রিয়েচার কম্যান্ডোস-এর দ্বিতীয় মৌসুম নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, এই মৌসুমের চিত্রনাট্য লিখছেন জেমস গান নিজেই। কিন্তু গান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন মৌসুমের জন্য তিনি লেখক হিসেবে কাজ করছেন না।
তবে সিরিজ থেকে তার সম্পৃক্ততা কমছে না। নির্বাহী প্রযোজক হিসেবে তিনি থাকছেন পুরোদমে, আর তার নেতৃত্বেই ডিসি স্টুডিও দ্রুত গতিতে নতুন মৌসুমের কাজ এগিয়ে নিচ্ছে। গানের পরিবর্তে সম্পূর্ণ নতুন একটি লেখক দল গঠন করা হয়েছে, যাতে কাজের গতি আরও বাড়ানো যায় এবং দীর্ঘ অপেক্ষা ছাড়াই নতুন মৌসুম দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
২০২৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ২০২৫ সালের শুরুর দিকে শোরানার ডিন লরির তত্ত্বাবধানে নতুন লেখক দল কাজ শুরু করে। প্রযোজনা চলবে ২০২৫ ও ২০২৬ জুড়ে। সম্ভাবনা রয়েছে, ২০২৬ সালের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুর দিকে এই মৌসুম ম্যাক্স প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
গানের অনুপস্থিতিতেও ভক্তদের প্রত্যাশা অটুট—কারণ তার তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই সিরিজটি শক্ত ভিত তৈরি করেছে। নতুন মৌসুমে গল্প, ভিজ্যুয়াল এবং অ্যাকশনের মাত্রা বাড়বে বলে আশা করছে ডিসি।
এফপি/ টিএ