শত শিখরের শহর প্রাগ যেন এক জীবন্ত রূপকথা। চেক প্রজাতন্ত্রের রাজধানী এই শহর মধ্যযুগীয় স্থাপত্য আর আধুনিক প্রাণচাঞ্চল্যের এক অনন্য মেলবন্ধন। ইউরোপ ভ্রমণের পরিকল্পনায় প্রাগের নাম তাই অবধারিতভাবেই চলে আসে।
প্রাগ ক্যাসেল ঘুরে দেখা মানে যেন ইতিহাসের পাতায় হাঁটা। বিশাল প্রাসাদের ভেতর সেন্ট ভিটাস ক্যাথেড্রাল থেকে শুরু করে গোল্ডেন লেন, প্রতিটি কোণায় অতীতের গৌরব লুকিয়ে আছে। চার্লস ব্রিজ থেকে ভলতাভা নদীর দৃশ্য চোখ জুড়ায়, আর সেতুর দুই পাশে শোভিত ভাস্কর্যগুলো যেন প্রতিটি ভ্রমণকারীর গল্প শুনিয়ে দেয়।
পুরনো শহরের স্কোয়ারে গিয়ে বিখ্যাত অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক-এর ঘণ্টাধ্বনি উপভোগ না করলে প্রাগ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। ইহুদি কোয়ার্টার শহরের আরেকটি ঐতিহাসিক ধন, আর আধুনিকতার প্রতীক ড্যান্সিং হাউসও দর্শনার্থীদের নজর কাড়ে।
সংস্কৃতিপ্রেমীদের জন্য রুডলফিনামে ধ্রুপদী সঙ্গীত অনুষ্ঠান কিংবা মুচা মিউজিয়ামে আর্ট নুভোর অসাধারণ নিদর্শন মুগ্ধতা ছড়িয়ে দেয়। ভোজনরসিকদের জন্যও প্রাগের আয়োজন কম নয়। স্থানীয় খাবারের তালিকায় স্ভিচকোভা বা মিষ্টি ট্রাডেলনিকের সঙ্গে বিশ্বখ্যাত চেক বিয়ার ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে।
ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বসন্ত ও শরৎকাল, যখন আবহাওয়া মনোরম থাকে এবং ভিড় তুলনামূলক কম। ট্রাম, বাস কিংবা মেট্রোর মাধ্যমে পুরো শহর ঘুরে দেখা সহজ আর সাশ্রয়ী।
প্রাগ সত্যিই এমন এক শহর যা একবার দেখলে মনে হয় রূপকথার রাজ্যে হেঁটে বেড়াচ্ছেন, একটি এমন অভিজ্ঞতা যা ভ্রমণকারীর স্মৃতিতে আজীবন থেকে যায়।
এফপি/ এস এন