জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা। এ নিয়ে টানা দুইদিন ধরে বৃষ্টির মধ্যে শাহবাগ অবরোধ চলছে।
আজ শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছে। তবে অবরোধকারীদের মধ্যে কেউ বলতেই পারলেন না তারা কেন শাহবাগ অবরোধ করেছে।
এমনঅই একজন ছবির এই যুবক। কেন শাহবাগ অবরোধ করেছেন দেশের এক গণমাধ্যম এই প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা শাহবাগ অবরোধ করেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি, আমার বোন শহীদ হয়েছে।’
ন্যায্য দাবি কী? এমন প্রশ্নের জবাবে ‘জুলাই যোদ্ধা’ ওই যুবক কোনো উত্তর দিতে পারেননি।
তিনি বলেন, ‘আমি এখন আসলে বলতে পারছি না। আলোচিত এই প্রশ্ন উত্তরের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।’
এদিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।
শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক থেকেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়।
পিএ/এসএন