বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামেলি কার্ড দেয়া হবে। ওই ফ্যামেলি কার্ডটা থাকবে মায়েদের নামে। যাতে ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামেলি কার্ডের মাধ্যমে টাকা পাবে প্রতি মাসে। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছি আমরা। এদেশের মালিক এদেশের জনগণ। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।
ভোটার তার ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করবে। অথচ পিআর পদ্ধতি হলে ভোটারের পছন্দের জনপ্রতিনিধি হবে না।
টুকু বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে। পিআর পদ্ধতি বিএনপি মেনে নিবে না।
বিএনপি এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত সরকার আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নেব।
এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কেএন/টিকে