দক্ষিণ ভারতীয় সুপারস্টার পাওয়ারস্টার পবন কল্যাণ ফিরছেন নতুন রূপে। তার বহু প্রতীক্ষিত গ্যাংস্টার ড্রামা ‘ওজি’-র প্রথম ঝলক আসছে আগামী ২ আগস্ট। ‘ফার্স্ট ব্লাস্ট’ নামের এই টিজারে দেখা মিলবে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ঘিরে এক তীব্র ও স্টাইলিশ পবন কল্যাণের।
পরিচালনায় রয়েছেন সুজীত। সুরকার হিসেবে আছেন এস থামান। ছবির নায়িকা প্রিয়াঙ্কা মোহন। প্রযোজনায় ডিভিভি দানাইয়া। ২৫ সেপ্টেম্বর মুক্তির জন্য নির্ধারিত ‘ওজি’ ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
পবন কল্যাণ নিজেই জানিয়েছেন, এই ছবিটি হবে তার ভক্তদের জন্য এক বিশেষ উপহার। ফলে ‘ফার্স্ট ব্লাস্ট’ টিজারের অপেক্ষা যেন আরও রোমাঞ্চ বাড়িয়ে তুলেছে। ভক্তদের আশা, এই ছবিতে তাকে দেখা যাবে একদম নতুন এক রূপে- যেখানে মাফিয়ার দুনিয়ায় তিনি হবেন সবচেয়ে বড় খেলোয়াড়।