অপ্রত্যাশিতভাবে ‘সন অব সরদার ২’-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে চমকে দিলেন নির্মাতা রোহিত শেঠি। বড় পর্দায় হাজির হয়ে নিজেই জানিয়ে দিলেন, ফিরছে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি—‘গোলমাল’। আসছে ‘গোলমাল ৫’।
মজার কাহিনি, আজব চরিত্র আর ধামাধার কমেডির জন্য বরাবরই দর্শকের পছন্দের তালিকায় থেকেছে গোলমাল সিরিজ। অজয় দেবগণের সঙ্গে রোহিত শেঠির এই সাড়া জাগানো জুটির প্রতিটি কিস্তিই বক্স অফিসে ঝড় তুলেছে। এবারের কিস্তিতেও সেই একই হাস্যরস, দুরন্ত কাণ্ডকারখানা আর পরিবারের জন্য উপযোগী নির্মাণের ধারাবাহিকতা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
অভিনেতা-পরিচালক জুটির এই নতুন ঘোষণায় বলিউডপাড়ায় ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। পোস্ট-ক্রেডিট দৃশ্যের সেই এক ঝলকেই ফের প্রাণ ফিরে পেয়েছে বহুদিনের পুরনো ‘গোলমাল’ উন্মাদনা। শিগগিরই শুরু হবে ছবির শুটিং, আর তাতেই ফের একবার বলিউডে ফিরবে অগণিত দর্শকের প্রিয় সেই গোলমালীয় বিশৃঙ্খলা।
ইউটি/টিএ