ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না : তমা মির্জা

ঢালিউডের পরীক্ষিত অভিনেত্রী তমা মির্জা। ঈদুল ফিতরে শিহাব শাহীনের ‘দাগি’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এরপর থেকে নতুন কাজের খবর নেই তাঁর। অভিনেত্রীর হালচাল জেনেছেন কামরুল ইসলাম।

অসুখের দিয়ালে

দেশজুড়ে জ্বর-সর্দির প্রকোপ। প্রায় সব পরিবারেই কেউ না কেউ জ্বরে ভুগছেন। বাদ পড়েননি তমা মির্জাও। তিনিও কদিন ধরে সর্দি-কাশিতে ভুগছেন।

গতকাল যখন কথা হচ্ছিল, কথার ফাঁকে বারবার কাশি দিচ্ছিলেন। কাশির তোড়ে কথাও দীর্ঘায়িত করতে পারলেন না।

নতুন কাজের খবর নেই

গত কয়েক বছরে সবচেয়ে প্রশংসিত অভিনেত্রী তমা। রোজার ঈদেও দিয়েছেন ‘দাগি’র মতো ছবি, ‘আমলনামা’র মতো ওয়েবফিল্ম; অথচ গত চার মাসেও নতুন কোনো কাজের খবর দেননি 

মাঝে গণমাধমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নতুন একটি চলচ্চিত্র ও সিরিজের কথা চলছে। সেটারও আপডেট নেই। তমা বলেন, ‘আসলে কোনো কাজের খবরই বলার মতো পর্যায়ে নেই। সে রকম হলে তো আমি নিজেই জানাতাম। ছবি আর সিরিজটির ব্যাপারেও এখন কিছু বলতে পারছি না।



সপ্তাহ খানেক আগে একটি ব্রাইডাল শুট করেছেন তমা। তাতে আপাদমস্তক সেজেছেন বউ। ভারী মেকআপ, গা-ভর্তি গয়না আর অভিজাত লেহেঙ্গা। কাজটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি মেকওভার আর্টিস্ট লিয়া নাজ আহমেদের একটি প্রজেক্ট। লিয়া আপুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তিনি যখন বললেন, এ রকম একটি শুট করতে চান আমাকে নিয়ে। কনসেপ্ট এবং আয়োজন আমার পছন্দ হয়। ঢাকার বাইরে গিয়ে আমরা এ কাজটি করেছি। বেশ ভালো লেগেছে কাজটি করে।’



ব্যক্তিগত বিষয়ে-না

তমাকে নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন ওঠে। বেশির ভাগই নির্মাতা রায়হান রাফীকে ঘিরে। রাফীর নির্মাণে বেশ কয়েকটি ছবি করেছেন তমা। দুজনের বন্ধুত্ব, ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। তবে কখনো সম্পর্কের বিষয়টি পরিষ্কার করেননি তাঁরা। স্রেফ ‘বন্ধুত্ব’ বলেই দাবি করেছেন। নতুন গুঞ্জন, তাঁদের সম্পর্কটি আর নেই। তবে তা নিয়ে তমার কাছ থেকে কিছু জানা গেল না। কারণ প্রসঙ্গ উত্থাপনের আগেই তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না।’

২০২৩-এ ‘দুই বন্ধু’তে অভিনয় করেছেন তমা। নির্মাণে পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতকার, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। সিরিজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। কিন্তু দুই বছরেও আলোর মুখ দেখেনি এটি। অনেক আগেই কাজ সম্পন্ন হয়ে আছে। কিন্তু মুক্তি আর পাচ্ছে না। তমার ভাষ্য, ‘এটার আপডেট বিঞ্জ (ওটিটি প্ল্যাটফর্ম) দিতে পারবে। বেশ আগেই তাদের কাছে কাজটি জমা দেওয়া হয়েছে। এখনো কেন মুক্তি দেওয়া হচ্ছে না, তারাই ভালো বলতে পারবেন।’

দাগির এড়িয়ে যাওয়া প্রসঙ্গ

‘দাগি’ মুক্তির পর দারুণ প্রশংসিত হয়েছে। প্রেক্ষাগৃহ থেকে আয়ও করেছে বেশ। তবে ওটিটিতে আসার পর ছবিটির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যে দৃশ্যে জেরিনের (তমা) সঙ্গে জোরপূর্বক ঘনিষ্ঠ হয় নিশান (আফরান নিশো)। সচেতন দর্শক এটিকে ‘ধর্ষণ’ বলেই আখ্যায়িত করেছে। অথচ গোটা ছবিতে এ প্রসঙ্গে আর একটি দৃশ্যও পাওয়া যায়নি। শুধু একটি খুনের ঘটনা ধরে এগিয়েছে গল্প। একজন অভিনয়শিল্পী এবং নারী হিসেবে বিষয়টি নিয়ে কিছু বলতে চান কি না? ‘দেখুন, এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোজার ঈদে, ওটিটিতে এসেছে তাও অনেক দিন হয়ে গেল। এখন এটা নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য করতে চাই না’-জবাব দিলেন তমা।

 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত : নায়েবে আমির Aug 06, 2025
img
সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ: আখতার Aug 06, 2025
img
কিংসের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দিলেন সাবেক কোচ Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্র নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের শুরু : মির্জা ফখরুল Aug 06, 2025
img
১০ কাঠার প্লট দুর্নীতিতে আসামি বিচারপতি খায়রুল ও রাজউক চেয়ারম্যানসহ ৮ Aug 06, 2025
img
চালকের ঘুম কেড়ে নিল একই পরিবারের ৭ প্রাণ Aug 06, 2025
img
নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই: সালাহউদ্দিন আহমদ Aug 06, 2025
img
নরসিংদীতে আগুনে পুড়লো ৭ দোকান Aug 06, 2025
img
গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র : মির্জা ফখরুল Aug 06, 2025
img
ছোট পর্দায় ফিরছেন ঋষি কৌশিক Aug 06, 2025
img
বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ থাকছেনা প্রিয়াঙ্কা Aug 06, 2025
img
মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িক বন্ধ ঘোষণা Aug 06, 2025
img
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল Aug 06, 2025
জুলাই ঘোষণাপত্রে উচ্ছ্বসিত বিএনপি, অস্বস্তিতে জামায়াত Aug 06, 2025
সিসিটিভি ফুটেজ ফাঁস নিয়ে ক্ষুব্ধ এনসিপি, প্রাইভেসির লঙ্ঘনের অভিযোগ Aug 06, 2025
img
হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতাকে ২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ Aug 06, 2025
img
পাকিস্তানি ট্যাগ এদেশে আর কাজ করবে না: মির্জা গালিব Aug 06, 2025
img
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাসের সঙ্গে হানিফ বাসের সংঘর্ষে আহত ২৮ Aug 06, 2025
img
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ Aug 06, 2025
img
ঢাকা দক্ষিণ সিটির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা Aug 06, 2025