ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা

মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জুরি শুক্রবার (১ আগস্ট) টেসলাকে এই জরিমানার নির্দেশ দেন।

২০১৯ সালের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য কোম্পানির ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। দুর্ঘটনার শিকারদের পরিবারকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অ্যাঙ্গুলো ও লিওনের পরিবারের পক্ষে মামলা পরিচালনা কারী আইনজীবী ড্যারেন জেফ্রি রুসোর মতে জুরি টেসলার সিস্টেমকে আংশিকভাবে দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেছেন। কারণ এ দুর্ঘটনায় নাইবেল বেনাভিডেস লিওন নিহত এবং তার প্রেমিক ডিলন অ্যাঙ্গুলো আহত হন।

বাদীর অভিযোগ ছিল যে, এই ঘটনায় অটোপাইলট দোষী। কারণ এ দুর্ঘটনায় লিওন নামের একজন নিহত এবং অ্যাঙ্গুলো আহত হন।

আদালতের নথি অনুযায়ী, জুরি ২০০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ এবং লিওনের পরিবারের জন্য ৫৯ মিলিয়ন ডলার ও অ্যাঙ্গুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণমূলক অর্থ প্রদানের নির্দেশ দেন।

রুসো জানান, যেহেতু জুরি টেসলাকে এক-তৃতীয়াংশ দায়ী করেছে, তাই ক্ষতিপূরণমূলক অর্থ কিছুটা হ্রাস পাবে। এই কাটছাঁটের পর জুরির মোট রায়ের আর্থিক প্রভাব দাঁড়াবে ২৪২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

রুসো আরও বলেন, রায়ে ন্যায়বিচার সম্পন্ন হয়েছে। জুরি সমস্ত প্রমাণ শুনেছেন এবং আমাদের ক্লায়েন্টদের পক্ষে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত রায় দিয়েছেন।

টেসলার আইনজীবীরা জুরির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

টেসলা তাদের আইনি দলের মাধ্যমে জানিয়েছে, ‌‘আজকের রায় ভুল এবং এটি শুধু গাড়ি নিরাপত্তার অগ্রগতি ব্যাহত করবে এবং জীবন রক্ষাকারী প্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে টেসলা ও পুরো শিল্পের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলবে।’

টেসলা জানিয়েছে, ‘প্রমাণ দেখানো হয়েছে যে, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে চালকই দায়ী ছিলেন। কারণ তিনি গতি অতিক্রম করছিলেন এবং অ্যাক্সেলেটরে পা রেখেছিলেন, যা অটোপাইলটকে নিষ্ক্রিয় করে দেয়। আর তিনি রাস্তায় নজর না রেখে পড়ে যাওয়া ফোন খুঁজছিলেন। স্পষ্ট করে বলতে গেলে, ২০১৯ সালে কোনও গাড়ি কিংবা আজকের কোনও গাড়িই এই দুর্ঘটনা রোধ করতে পারত না। এটি কখনওই অটোপাইলটের ইস্যু ছিল না।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত গাড়িটি ছিল একটি মডেল এস, যা টেসলার স্বচালিত সহায়ক প্রযুক্তি অটোপাইলট  দ্বারা সজ্জিত ছিল। রায় অনুযায়ী, টেসলার প্রযুক্তিগত ত্রুটি এবং নিরাপত্তার ঘাটতি এই দুর্ঘটনার জন্য আংশিকভাবে দায়ী।

এদিকে, টেসলার সিইও ইলন মাস্ক সম্প্রতি রোবোট্যাক্সি ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছেন, যেখানে আরও উন্নত অটোপাইলট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই রায় সেই উচ্চাকাঙ্ক্ষার পথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।

সূত্র: রয়টার্স, এপি, সিবিএস নিউজ, সিএনবিসি

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img

নারী ক্রিকেট

হারের পর জরিমানাও গুনলো ভারত Oct 15, 2025
img
চাকসু নির্বাচন নিয়ে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের ৮ অভিযোগ Oct 15, 2025
img
জাল টাকার প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা Oct 15, 2025
img
ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Oct 15, 2025
img
বিএনপিকে বিবেচনায় নিন, এইটা আমার শেষ ভোট: ফখরুল Oct 15, 2025
img
৪ জেলায় নতুন ডিসি নিয়োগ Oct 15, 2025
img
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন Oct 15, 2025
img
খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ Oct 15, 2025
img
আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে প্রস্তুত জো রুট Oct 15, 2025
img
তিন গোয়েন্দার জনক রকিব হাসান আর নেই Oct 15, 2025
img
পাটব্যাগ চালু করতে শত কোটি টাকার ফান্ড নিয়ে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা Oct 15, 2025
img
অন্যের বস্তায় আম ভরে জামায়াতের আত্মতৃপ্ত রাজনীতি : রনি Oct 15, 2025
img
রাকসু ভোটের আগের দিন ক্যাম্পাসে ক্রিকেট উৎসব Oct 15, 2025
img
চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়াল এক প্যানেল Oct 15, 2025
img
নারায়ণগঞ্জকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই : আসিফ নজরুল Oct 15, 2025
img
মানুষ বোঝে এক ভোট এক প্রার্থী: মির্জা ফখরুল Oct 15, 2025
img
শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে গায়ের ঘাম শুকিয়ে গেছে : চবি উপাচার্য Oct 15, 2025
img
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামের মালিকের হদিস মিলছে না Oct 15, 2025
img
অস্ট্রেলিয়া সিরিজে দলে জায়গা না পেয়ে শামির মন্তব্য Oct 15, 2025
img
সাবেক এমপি কবিরুল হক মুক্তি কারাগারে Oct 15, 2025