বাংলায় প্রবাদ রয়েছে ২০-এ বুড়ি। আর ৪০-এর কোঠায় আসার পর তো নারীদের সব সময়ই বুড়ি, বয়স হয়ে গেছে, এই ধরনের মন্তব্য শুনতে হয়। কিন্তু বয়স ৪০ মানেই আপনি যে বুড়ি নন, ঠিক সেই কথাটাই প্রমাণ করলেন ওপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
বোল্ড ফটোশুট করে রান্নাঘর-এর সঞ্চালিকা প্রমাণ করলেন, ৪০ মানেই বুড়িয়ে যাওয়া নয়।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৫ বছর চলছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাথটাবে তার খোলামেলা ছবি। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে কনীনিকাকে এমন অবতারে।
কনীনিকা যে ভিডিও-ছবি শেয়ার করেছেন, সেখানে তাকে দেখা গেছে, ঘিয়ে রঙের বাথরব পরে রয়েছেন তিনি। হাতে ওয়াইনের গ্লাস। কাঁধ থেকে খসে পড়ছে বাথরব, বাথটবে একেবারে বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী।
বয়স ৪৫-এর এই তারকার এমন ছবি দেখে ঝড় উঠেছে নেটপাড়ায়। আগে কখনোই এমন খোলামেলা অবতারে দেখা মেলেনি অভিনেত্রীর। যে কারণে ভক্তরাও যেন একটু চমকে গেছেন।
বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন কনীনিকা। এই বিশেষ ফটোশ্য়ুট করতে গিয়ে অভিনেত্রী বলেন, ৪০ বললেই লোকে ধরে নেয় গেলো রে বুড়ো হয়ে গেল। এটা একটা ধারণা। কিন্তু বিশেষ করে এখন, আমাদের ৪০-এর সঙ্গে মায়েদের ৪০-এর অনেক তফাৎ ছিল।
কনীনিকা জানান, এই বয়সে এসে তার কিছু উপলব্ধি হয়েছে। মুখে বয়সের ছাপ পড়লেও তিনি বোটক্স করাননি। কারণ নিজের বয়সকে আরও সুন্দরভাবে তুলে ধরতে চান।
কনীনিকা জানিয়েছেন, বয়স লুকানোর জন্য বোটক্স ও ফিলার্স তিনি কোনওদিনই করাবেন না। অভিনেত্রীর কথায়, বলিরেখার মধ্যেও অন্য সৌন্দর্য লুকিয়ে থাকে। এমনকী ওজন কমানোতেও বিশ্বাসী নন তিনি। তাই এভাবেই নিজের ৪০ পেরোনো বয়সকে উদযাপন করতে চাইছেন।
টেলিভিশনের খুবই চেনা মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। খুব ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। রবি ওঝার এক আকাশের নীচে সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজেও তার অভিনয় নজর কাড়ে।
আট বছর আগে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। প্রযোজক সুরজিৎ হরির দ্বিতীয় স্ত্রী তিনি। দুজনের একমাত্র সন্তান অন্তঃকরণা। মেয়ে অনেকটাই ছোট হওয়ার কারণে কনীনিকা সিরিয়ালে ফিরতে চান না এখনই। তবে রান্নাঘর শো-তে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
টিকে/