জাকারবার্গের ১২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান তরুণ গবেষক ম্যাট ডিটকের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে এগিয়ে থাকতে মরিয়া মার্ক জাকারবার্গ ও মেটার আগ্রাসী প্রচেষ্টায় ২৪ বছর বয়সী এক প্রতিভাবান গবেষককে দলে ভেড়ানো হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, শুরুতে মেটার ১২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যাট ডিটক। তারপর জাকারবার্গ নিজে তার সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের পর মেটা একটি নতুন প্রস্তাব দেয়, স্টক ও নগদ মিলিয়ে চার বছরে সেই সুবিধার মূল্য ২৫০ মিলিয়ন ডলারে পৌঁছায় বলে জানা গেছে। 

আলোচনার সঙ্গে সম্পৃক্ত দুই সূত্রকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ডিটক মূলত তার নতুন প্রতিষ্ঠিত স্টার্টআপ ভারসেপ্টে কাজ চালিয়ে যেতে আগ্রহী ছিলেন, এমনকি ১২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব পাওয়ার পরও। এ অবস্থায় জাকারবার্গ সরাসরি তার সঙ্গে দেখা করেন। তাদের কথোপকথনের পর মেটা আগের অফারটি দ্বিগুণ করে ফেরত আসে, যার মধ্যে প্রথম বছরেই ১০০ মিলিয়ন ডলার পরিশোধের সম্ভাবনা ছিল।

প্রস্তাবটি এতটাই অবিশ্বাস্য ছিল যে ডিটক বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন, যাদের অনেকেই শেষ পর্যন্ত তাকে প্রস্তাবটি গ্রহণের পরামর্শ দেন।

কে এই ম্যাট ডিটক

প্রতিবেদন অনুযায়ী, ডিটক বর্তমানে এআই কমিউনিটির অন্যতম চাহিদাসম্পন্ন প্রতিভাবান। তিনি আগে মলমো নামের একটি মাল্টিমোডাল চ্যাটবটের নেতৃত্ব দিয়েছিলেন, যা ছবি, শব্দ ও টেক্সট প্রক্রিয়াজাত করতে সক্ষম, মেটার লক্ষ্য ও গবেষণার সঙ্গে যার মিল রয়েছে।

এ ছাড়া ত্রিমাত্রিক ডেটাসেট ও মূর্ত এআই নিয়ে তার কাজ তাকে ২০২২ সালে নিউরআইপিএস সম্মেলনে আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্র এনে দেয়, যা ১০ হাজারের বেশি সাবমিশনের মধ্যে মাত্র ১২ জন গবেষক পান।

গত নভেম্বর মাসে সহপ্রতিষ্ঠাতা হিসেবে ডিটক নিজে একটি স্টার্টআপ শুরু করেন।

তারা এমন এআই এজেন্ট তৈরি করছে, যা ইন্টারনেটভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদন করতে পারে। মাত্র ১০ জনের দল নিয়ে গঠিত এই স্টার্টআপ ইতিমধ্যে গুগলের সাবেক সিইও এরিক শ্মিটসহ বিনিয়োগকারীদের কাছ থেকে ১৬.৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সুপারইন্টেলিজেন্স গবেষণাদলে তারকা বিজ্ঞানীদের টানতে মেটা এখন পর্যন্ত এক বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে। এতে ওপেনএআই, অ্যানথ্রোপিক, অ্যাপল ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান থেকে এআই প্রতিভা দলে ভেড়ানো হয়েছে।

সম্প্রতি মেটা অ্যাপলের এআই মডেল টিমের সাবেক প্রধান রুওমিং প্যাংকে নিয়োগ দিয়েছে, যার জন্য প্রায় ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তিনি এখন মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাবস টিমে কাজ করছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এমআর/টিকে                     

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ গেছে যেই পথে, জাতীয় পার্টি যাবে সেই পথে: সারজিস Oct 04, 2025
img
জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়েছেন: হেফাজত আমির Oct 04, 2025
img
ক্যাম্পাসে জানাজা শেষে ভোলার পথে ছাত্রদল নেতা হাসিবুরের মরদেহ Oct 04, 2025
img
জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের Oct 04, 2025
img
নিকুঞ্জের কুখ্যাত চাঁদাবাজ 'মোফা বাবু' সেনাবাহিনীর হাতে আটক Oct 04, 2025
img
শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পাশে আছে বিএনপি: আবুল খায়ের ভূঁইয়া Oct 04, 2025
img
হঠাৎ খিঁচুনিতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার Oct 04, 2025
img
উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, তবে নিম্নকক্ষের পরিস্থিতি তৈরি হয়নি: সারজিস Oct 04, 2025
img
বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Oct 04, 2025
img
জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম Oct 04, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল Oct 04, 2025
img
আফগানদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাংলাদেশের Oct 04, 2025
img
আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়: ফাতিমা তাসনিম জুমা Oct 03, 2025
img
স্কুল কারিকুলামে খেলাধুলা অন্তর্ভুক্ত করবে বিএনপি : তাবিথ আওয়াল Oct 03, 2025
img
সাইফ-সোহানকে নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা Oct 03, 2025
পলাতক কর্মকর্তাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছে পুলিশ Oct 03, 2025
img
'ইলিয়াস ও পিনাকী দাদার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণে রাখা তাদের খায়েশ Oct 03, 2025
দুর্গাপূজার ছবিতে সৃজিত-সুস্মিতার বন্ধুত্বের ঝলক Oct 03, 2025
এআই চিপ যুক্ত বল, রেফারিদের দ্রুত ও সঠিক সিদ্ধান্তে সহায়ক Oct 03, 2025
img
ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি দিল ৩০ আইনবিশেষজ্ঞ Oct 03, 2025