লাইভ শো- এর জন্য অরিজিৎ সিংয়ের পারিশ্রমিক ২ কোটি টাকা!
মোজো ডেস্ক 04:03AM, Aug 03, 2025
ভারতের সুরের জাদুকর অরিজিৎ সিং শুধু গলায় নয়, পারিশ্রমিকেও ছুঁয়েছেন আকাশছোঁয়া উচ্চতা। সম্প্রতি সঙ্গীত পরিচালক মন্টি শর্মা এক সাক্ষাৎকারে জানান, বর্তমানে একটি লাইভ পারফরম্যান্সের জন্য অরিজিৎ নেন প্রায় ২ কোটি টাকা।
মন্টি শর্মা বলেন, “অরিজিৎ আগে ঘণ্টার পর ঘণ্টা স্টুডিওতে বসে কাজ করত। এখন যদি কেউ শো-তে ডাকতে চায়, সরাসরি ২ কোটি টাকার চেক কেটে দিতে হয়।” এই তথ্য প্রকাশ্যে আসতেই ভক্ত এবং নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়।
তিনি আরও জানান, আগের দিনে কয়েক লক্ষ টাকায় অর্কেস্ট্রা সহ গান তৈরি হলেও বর্তমানে একটি গান তৈরি করতেই লাগে ১৫-২০ লক্ষ টাকা। অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে গানের কদরও বেড়েছে বহুগুণ।
তবে অরিজিৎ সিং প্রমাণ করেছেন, ভক্তদের ভালবাসা যে অমূল্য। বাংলা ছবি মানবজমিন-এর জন্য ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি তিনি গেয়েছিলেন মাত্র ১ টাকার বিনিময়ে।