ফ্রান্স ও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চান হকির নতুন কোচ

যুব হকি বিশ্বকাপ শুরুর চার মাস আগে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। কথা ছিল ১ আগস্ট ঢাকায় আসবেন দলের নতুন কোচ সিগফ্রাইড আইকম্যান। তবে ঠিক সময়মতোই ঢাকায় পা রাখেন এই ডাচ কোচ, রোববার (৩ জুলাই) যোগ দেন সংবাদ সম্মেলনে। সেখানে তিনি জানান নিজের লক্ষ্যের কথা।

দুই দিন আগেই আইকম্যানের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ হকি ফেডারেশন। রোববার হকি ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) রিয়াজুল হাসান।

ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এবারই প্রথমবার জুনিয়র বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ। বড় আসর সামনে রেখে কিছুটা দেরিতে হলেও নেদারল্যান্ডস থেকে কোচ এনেছে হকি ফেডারেশন, তবে চার মাসের জন্য। আগামী সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজ শুরু করবেন তিনি।

সংবাদ সম্মেলনের পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন নতুন এই কোচ। তাদের সঙ্গে কিছুটা সময়ও কাটান তিনি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেবে ২৪টি দল। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। নতুন কোচ আইকম্যান বলেন, ‘আমরা ভালো রেজাল্ট করতে চাই। আমাদের গ্রুপের দলগুলো শক্তিশালী। ওদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে চাই।

যেন আমাদের কেউ উপেক্ষা না করতে পারে। এই ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে চাই যেন আমরা ভালো করতে পারি।’

তিনি বলেন, ‘আমাদের গ্রুপটা দেখুন, গ্রুপের অন্যতম দুর্বল দল আমরা। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। যারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। ফ্রান্স এর আগে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলেছে।

সম্প্রতি ফ্রান্স জাতীয় অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে। কোরিয়া এশিয়ার সেরা দল। আমাদের লক্ষ্য থাকবে তাদের জন্য ম্যাচটিকে কঠিন করে তোলা। তাদের আমরা ছাড় দেবো না। আমরা আশা করি ভাগ্য ভালো হলে যে কোনো একটা দলকে হারিয়ে চমক দেখাতে পারি। আমরা প্রমাণ করতে চাই আমরাও কম নই।’

বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে ১০টি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। রিয়াজুল হাসান বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জুনিয়র দলকে পাকিস্তান পাঠাবো। সেখানে কমপক্ষে ৪টা ম্যাচ খেলতে চাই।

এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা। অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা। সেখানে নেদারল্যান্ডস ও জার্মানির সঙ্গে ১০ দিনের ট্যুর হবে। ওই দেশগুলোর সঙ্গে কমপক্ষে ৬টা ম্যাচ খেলবো।’

সব মিলিয়ে বিশ্বকাপের জন্য ৫ কোটি টাকার বাজেট ঠিক করেছে হকি ফেডারেশন। ইতোমধ্যে এক তৃতীয়াংশ টাকা হাতে পেয়েছে। বাকি টাকার জন্য ফেডারেশন তাকিয়ে আছে সরকারের দিকে।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির সমাবেশে আখতারের মোবাইল চুরি! Aug 03, 2025
img
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে ইরান ও পাকিস্তানের মধ্যে ১২টি চুক্তি সই Aug 03, 2025
img
শাকিব-বুবলীকে চিরস্থায়ী সম্পর্কের শুভকামনা চয়নিকার Aug 03, 2025
img
আমির খান মানসিক লুপে আটকা পড়ে গেছে : দীপংকর দীপন Aug 03, 2025
পাখির চোখে এনসিপির সমাবেশ Aug 03, 2025
এনসিপির সমাবেশেই এনিসিপি নেতা আখতারের মোবাইল চুরির অভিযোগ Aug 03, 2025
img
চাঁদাবাজির মামলায় রিয়াদের দোষ স্বীকার, কারাগারে তিন আসামি Aug 03, 2025
img
বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী Aug 03, 2025
img
৭৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মেয়রের নামে দুদকের মামলা Aug 03, 2025
img
আ. লীগের আরো এক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
ভোরের অনুশীলনে লাওসে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আফিদারা Aug 03, 2025
img
আফিফ-সাইফের ব্যাটে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল Aug 03, 2025
ড্রোনে ছাত্রদলের সমাবেশে যা দেখা গেল Aug 03, 2025
img
এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র‍্যাব Aug 03, 2025
img
সমন্বয়ক পরিচয়টি আমার জন্য গর্বের : হান্নান মাসউদ Aug 03, 2025
img
বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ Aug 03, 2025
img
৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় ধাপের ভাইভা শুরু ১৭ আগস্ট Aug 03, 2025
‘ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে’ Aug 03, 2025
img
ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা Aug 03, 2025
img
আজারবাইজান থেকে তুরস্ক হয়ে সিরিয়ার গ্যাস আমদানি শুরু Aug 03, 2025